West Bengal
oi-Sanjay Ghoshal

মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বুধবার হাইকোর্টে বিচারপতি টিএস শিবাগনানমের দৃষ্টি আকর্ষণ করে তিনি স্বতঃপ্রণোদিত আদালত অবমাননার মামলা দায়ের করার আবেদন জানান।

এই মামলায় আগামীকালের মধ্যে অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে হলফনামা দাখিল করার পরামর্শ দিয়েছেন বিচারপতি। মঙ্গলবার আলিপুর আদালতে মুখ্যমন্ত্রীর বক্তব্যের একটি অংশ নিয়ে অভিযোগ করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এদিন সেই মর্মে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনেন।
তাঁর অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন- “প্রধান বিচারপতি এখানে নেই, আমি সুব্রতদাকে বলব। তিনি এখানে আছেন। এটা আমার ব্যক্তিগত মত যে, দয়া করে এত সহজে চাকরি কেড়ে নেবেন না।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের এই অংশে আপত্তি বিকাশবাবুর। এছাড়াও একাধিক অংশ নিয়েও তিনি অভিযোগ করেন।
মূলত চাকরি বাতিল নিয়ে মুখ্যমন্ত্রীর করা একাধিক মন্তব্য ঘিরে অভিযোগ করেন বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। এখানে উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারের অনুষ্ঠানে বিচারপতি সুব্রত তালুকদারের নাম করে আবেদন করেছেন। আর বিকাশরঞ্জনবাবু তাঁর আবেদনে সেই প্রসঙ্গও উত্থাপন করেন।
প্রসঙ্গত উল্লেখ্য যে, শিক্ষা সংক্রান্ত মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়ে অখুশি হলে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন মামলাকারীরা। গ্রুপ সি, গ্রুপ ডি, প্রাথমিক, নবম ও দশম- সব মামলাই বিচারপতি তালুকদারের ডিভিশন বেঞ্চে বিচারাধীন রয়েছে।
মঙ্গলবার আলিপুরের আদালতের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি বলেন, ক্ষমতায় আসার পর কোনও কমরেডের চাকরি খাইনি। এই প্রসঙ্গে বিচারপতি অশোক গাঙ্গুলির একটি জাজমেন্টের প্রসঙ্গও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, সিপিএম আমলে ওই জাজমেন্টে সংশোধন করে নেওয়ার কথা বলেছিলেন বিচারপতি।
আমাদের সরকার মানবিক সরকার। কালও দেখলাম দু’জন আত্মহত্যা করেছে। কারোর ভুলের দায় তাঁরা কেন নেবে। এই অবস্থায় চাকরি যাতে না যায় সেই আবেদন রাখেন তিনি। তিনি বলেন, আদালত যেমন বলবে তেমন ভাবে চলব। শুধুমাত্র আইন অনুযায়ীই তাদের চাকরিটা ফিরিয়ে দিন।
মুখ্যমন্ত্রী আবার শুনানিতে একবার অংশ নেওয়ার ইচ্ছাপ্রকাশও করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ভাব প্রকাশের জন্যে সওয়ালে অংশ নিতে ইচ্ছা করে। বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মমতার এই বক্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল। এদি্ন মমতার এইসব বক্তব্যের বিরোধিতা করে আদালত অবমাননার অভিযোগ আনেন বিকাশবাবু।
English summary
CPM leader Bikash ranjan Bhattacharya files contempt of court against Mamata Banerjee
Story first published: Wednesday, March 15, 2023, 12:11 [IST]