দিনের বেলায় ঘনিয়ে এল আঁধার, আকাশ কালো করে মেঘের পরই স্বস্তির শিলাবৃষ্টি | আবহাওয়া অফিসের পূর্বাভাস মতোই উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টির সঙ্গে বইল ঝড়ও

Advertisement

Advertisement

তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি শুরু শিলিগুড়িতে

এক নিমেষে হঠাৎ পরিবর্তন শিলিগুড়ির আবহাওয়ায়। বিকেল নামতেই কালো মেঘে ঢেকে গেল পুরো আকাশ। তারপরেই শুরু হল ঝড়ো হাওয়া। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, এদিন ঝড়ো হাওয়া থামতেই তীব্র তাপদাহের পর স্বস্তির বৃষ্টি শুরু হয় শহরজুড়ে। মৃদু বাতাস ও বৃষ্টির ফলে অত্যন্ত মনোরম হয়ে ওঠে শিলিগুড়ি শহর।

কালো মেঘে অন্ধকারে ঢেকে যায় গোটা জলপাইগুড়ি

কালো মেঘে অন্ধকারে ঢেকে যায় গোটা জলপাইগুড়ি

আচমকা এই ঝড়ো হাওয়ার ফলে দৈনন্দিন কাজে বেরোনো সাধারণ মানুষ ও পথ চলতি মানুষেরা কিছুটা সমস্যার সম্মুখীন হন। আর ঘড়িতে যখন ঠিক বিকেল চারটে বেজে ৪৫ মিনিট। কালো মেঘে অন্ধকারে ঢেকে যায় গোটা জলপাইগুড়ি শহর ও সংলগ্ন এলাকা। সঙ্গে সঙ্গে ধুলো উড়িয়ে ঝোড়ো বাতাস বইতে শুরু করে।

বিকেলে হঠাৎ করে অন্ধকার নেমে আসে, শুরু ঝড়

বিকেলে হঠাৎ করে অন্ধকার নেমে আসে, শুরু ঝড়

বুধবার বিকেলে এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে মানুষজন। অনেকেই এদিক-ওদিকে ছুটতে থাকেন। বিকেলে হঠাৎ করে অন্ধকার নেমে আসে। বিভিন্ন গাছের ডালপালাও ভেঙে পড়তে দেখা যায়। তারপর শুরু হয় স্বস্তির বৃষ্টি। আবহাওয়া দপ্তরের আগাম পূর্বাভাস ছিল ঝড় ও বৃষ্টির।

জলাইগুড়িতে শিলাবৃষ্টি

জলাইগুড়িতে শিলাবৃষ্টি

আবহাওয়া দফতরের আগাম পূর্বাভাস অনুযায়ী বুধবার দুপুরের পর থেকে জেলাজুড়ে ঘন কালো মেঘে ঢেকে যায় আকাশ। ডুয়ার্সের মেটেলি, মালবাজারের বিভিন্ন এলাকায় শিলাবৃষ্টির সাথে শুরু হয়েছে ঝড়। এদিন দুপুর থেকেই আকাশ ছিলো মেঘাছন্ন। এরপর হঠাৎই শুরু হয় তীব্র ঝোড়ো হাওয়া। সাথে মুষলধারায় বৃষ্টি। কিছুক্ষণের মধ্যেই শিলাবৃষ্টি শুরু হয়।

দিনের বেলায় হেডলাইট

দিনের বেলায় হেডলাইট

৩১ নং জাতীয় সড়কে দিনের বেলায় গাড়িগুলি হেডলাইট জ্বালিয়ে চলতে শুরু করে। শিল পড়া শুরু হলে গাড়িগুলি রাস্তার ধারে দাঁড়িয়ে পড়ে। তিনটার পর থেকেই চারিদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। চারিদিকে যেন রাতের আধার নেমে আসে। শিলাবৃষ্টির সাথে ঝোড়ো হাওয়ার ফলে এক নিমেষেই তাপমাত্রা অনেকটাই নেমে যায়।

পাহাড়ের আবহাওয়াতেও পরিবর্তন

পাহাড়ের আবহাওয়াতেও পরিবর্তন

সমতলের পাশাপাশি এদিন পাহাড়ের আবহাওয়াতেও পরিবর্তন ঘটে। ঝিরিঝিরি বৃষ্টির পরেই দার্জিলিং শহর সহ সান্দাকফু, ঘুম বিভিন্ন পাহাড়ি অঞ্চলে শুরু হয় শিলা বৃষ্টি, যার ফলে এক ধাক্কায় পাহাড়ি অঞ্চলের তাপমাত্রার পারদ কিছুটা কমেছে। প্রায় ১ ঘণ্টার লাগাতার শিলাবৃষ্টির পর কালো মেঘে ঢেকে রয়েছে শৈলশহরের আকাশ।

দার্জিলিংয়ের পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে সিকিমেও

দার্জিলিংয়ের পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে সিকিমেও

আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিলই, সেই পূর্বাভাস মতোই উত্তরবঙ্গে শিলাবৃষ্টি হল বুধবার। উত্তরবঙ্গে আগামী দুদিন শিলবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে দার্জিলিংয়ের পাশাপাশি শিলাবৃষ্টি হয়েছে সিকিমেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও শিলাবৃষ্টি হবে।

আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতাও জারি করা হয়েছে

আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে সতর্কতাও জারি করা হয়েছে

ঝড় ও বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সতর্কতাও জারি করা হয়েছে। মালদহ ও দুই দিনাজপুরেও বজ্র-বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা। ঝোড়ো হাওয়াও বইবে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর হাওয়া অফিসের পক্ষ থেকে অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ১৭ মার্চ উত্তরবঙ্গে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বইবে। ১৮ ও ১৯ মার্চ উত্তরবঙ্গে শুধু বৃষ্টি হবে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।