Saraswati Temple: ১০ একর জমিতে সরস্বতী নদী তীরে নির্মাণ হতে চলেছে বিশালাকার মন্দির! পদক্ষেপে এই রাজ্যের প্রশাসন

Advertisement

হরিয়ানার কুরুক্ষেত্রের ১০ একর জমিতে পাশ দিয়ে বয়ে চলা সরস্বতী নদীর নামে মন্দির নির্মাণের পদক্ষেপ শুরু করছে হরিয়ানা সরস্বতী হেরিটেজ ডেভেলপমেন্ট বোর্ড। কুরুক্ষেত্রের পিপলিতে নদীর তীরে তৈরি হতে চলেছে এই মন্দির। বোর্ডের ভাইস চেয়ারপার্সন ধুমান সিং কিরমাচ জানান পিপলি থেকে প্রতাপগড়ের মধ্যে হবে এই ১০ একর জমির ওপর মন্দির।

উল্লেখ্য, সরস্বতী নদীর দুই পাশে ২০০ ফুট চওড়া জমি, নদীর দুই পাশে ৫০ ফুট এলাকা বুধ ধরে চিত্র মন্দির পর্যন্ত এই এলাকা জুড়ে এই মন্দির নির্মাণ হতে চলেছে। এই এলাকার প্রকল্পের মধ্যে পার্ক ও আরতিস্থল থাকবে বলে জানা গিয়েছে। কিরমাচ বলছেন, পিপলির সরস্বতী স্থলকে আরও উন্নত করতে এমন পদক্ষেপ নেওয়া হবে। এলাকাকে যাতে আর ভালোভাবে পর্যটন স্থল তৈরি করা যেতে পারে, তার জন্য পদক্ষেপ নিতে চলেছে বোর্ড। সরস্বতী রিভার ফ্রন্ট গড়ে তোলার জন্য পিপলিতে ইতিমধ্যেই একটি এলাকাজুড়ে নির্মাণ কাজ ও পরিকাঠামো গড়ে তোলা হয়েছে। ইতিমধ্যেই সেচ দফতরের অফিসারদের কোনও রকমের বিলম্ব না করে ওই জমি ঘিরে পদক্ষেপ নিতে বলা হয়েছে বলেও জানানো হয়। ( ‘শ্রীকৃষ্ণ যেভাবে…’ যোগীর সঙ্গে তুলনা টানলেন গড়করি, উঠল ‘রামরাজ্য’ প্রসঙ্গ)

এনএইচ ৪৪ এর আশপাশে একটি বিশাল এলাকা জুড়ে সেচ দফতর জমি পরিদর্শন করেছে বলেও খবর। মূলত, এলাকায় পর্যটকদের নজর কাড়তেই এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। এলাকায় বহুদিন ধরেই সরস্বতী নদীর আশপাশের এলাকা উন্নয়নের পদক্ষেপ চলছিল। তারই মাঝে এই নতুন করে এই আয়োজন। আশা করা হচ্ছে,  এই পদক্ষেপ ঘিরে এলাকায় বাড়বে পর্যটকের ভিড়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।