Firhad Hakim takes on BJP giving his identity on corruption and DA issue also, বিজেপির ভাইয়েরা গল্প বানায় আমাকে নিয়ে, নিজের পরিচয় দিয়ে কী জানালেন ফিরহাদ

Advertisement

Advertisement

দুর্নীতি থেকে ডিএ নিয়ে ফিরহাদ

এদিন দুর্নীতি ইস্যুতে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে একহাত নিয়েছেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক আখ্যা দিয়েছেন। সাফ জানিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দাগ থাকতে পারে না, মমতা বন্দ্যোপাধ্যায় কোনো অন্যায় করতে পারেন না। আবার ডিএ ইস্যুতে তিনি একহাত নিয়েছেন বিজেপিকে।

কথাগুলোকে বিকৃত করা হচ্ছে

কথাগুলোকে বিকৃত করা হচ্ছে

তবে এদিন ডিএ নিয়ে নতুন করে কিছু বলতে চাননি ফিরহাদ। শুধু বলেন, আমি এ বিষয়ে আর কিছু বলব না। আমার কথাগুলোকে বিকৃত করা হচ্ছে। আমি সমস্ত সরকারি কর্মচারির পাশে আছি। তাদের প্রতি আমার সহানুভূতি আছে। এইসব বোমা ফাটানো, উড়িয়ে দেওয়া তত্ত্বে আমি বিশ্বাস করি না।

আমাকে নিয়ে অনেক গল্প বানায়

আমাকে নিয়ে অনেক গল্প বানায়

ফিরহাদ হাকিম বলেন, আমি গান্ধীবাদী লোক। আমার চেহারা দেখে ডন মনে হয়। কিন্তু আমি এক গালে চড় খেলে আরেকটা গাল বাড়িয়ে দিই। আমার নাম ফিরহাদ হাকিম। তাই বিজেপির ভাইয়েরা আমাকে নিয়ে অনেক গল্প বানায়। তার ওপর আমি আবার পোর্ট এলাকার লোক। কিন্তু মনে রাখবেন সবাই গুন্ডা নয়।

শওকত বনাম কাইজারের লড়াই

শওকত বনাম কাইজারের লড়াই

এদিন তিনি শওকত বনাম কাইজারের লড়াই নিয়ে অবশ্য মুখ খুলেছেন। ফিরহাদ বলেন, একটা লেভেল থাকবে তো। এরপর তো আমার পাড়ায় এর সঙ্গে ওর কী হল, তা নিয়ে প্রতিক্রিয়া দিতে হবে। শওকত ভাঙড় দেখছে। আমরা সবাই এক থাকতে চাই।

আমাকে যদি দল বলে, আমি যাবো

আমাকে যদি দল বলে, আমি যাবো

ফিরহাদ বলেন, ভাঙড়ে একটা অন্যায় হয়েছে। যেটা হয়েছে সেটা কাম্য নয়। শওকত দক্ষ সংগঠক। যদি আরাবুল-সহ সবাইকে একসঙ্গে নিয়ে চলে, তাহলে লাভবান হবে। ভাঙড় আমাদের কাছে দুর্গ। ওখানকার মানুষ তৃণমূল কংগ্রেসকে এককাট্টা দেখতে চায়। আমাকে যদি দল বলে, আমি যাবো।

অন্যের চাকরি কেড়ে নিয়ে নয়!

অন্যের চাকরি কেড়ে নিয়ে নয়!

এদিন নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে ফিরহাদ হাকিম বলেন, এই পার্থ চট্টোপাধ্যায়কে তিনি চেনেন না। এই পার্থদা আমার কাছে নতুন। আমি স্বপ্নেও ভাবিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবে। আমি তো অনেকদিন একসঙ্গে কাজ করেছি। আমরা চাই পার্টির ছেলেদের চাকরি হোক। বেকার ছেলেদের চাকরি হোক। কিন্তু অন্যের চাকরি কেড়ে নিয়ে নয়।

কোনো ব্যক্তি বিশেষের দুর্নীতি এটা

কোনো ব্যক্তি বিশেষের দুর্নীতি এটা

ফিরহাদ হাকিম বলেন, ইডির দাবি সাড়ে তিনশো কোটির দুর্নীতি হয়েছে। টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, এটা সত্যিই আমাদের সবার কাছে লজ্জার। তবে টাকা নিয়ে চাকরি এখনও কোর্টে প্রমাণ হয়নি। যতক্ষণ না চার্জশিট হচ্ছে, ততক্ষণ মিডিয়া ট্রায়াল করে লাভ নেই। এই দুর্নীতি দলের নয়। কোনো ব্যক্তি বিশেষের দুর্নীতি এটা।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।