কয়লাপাচার কাণ্ডে নজর কেষ্টর গড়ে
গরু পাচার কাণ্ডের পর এবার কয়লাপাচার কাণ্ডের তদন্তে তৎপরতা শুরু করেছে সিবিআই। তদন্তকারীদের নজরে এবার অনুব্রত মণ্ডলের এলাকা বীরভূম। সেখানকার পুলিশ অফিসাররা এই কাণ্ডে জড়িত বলে অনুমান তদন্তকারীদের। ইডির স্ক্যানারে এখন বীরভূমের এক পুলিশ অফিসার। তার নাম মহম্মদ আলি। তিনি বীরভূমের মহম্মদ বাজারের পুলিশ অফিসার। তাঁকে নিজাম প্যালেসে তলব করে জেরা করা হতে পারে।

লালার কাছ থেকে প্রোটেকশন মানি
গরুপাচার কাণ্ড থেকে কয়লাপাচার কাণ্ড। কোটি কোটি টাকার প্রোটেকশন মানির েলনদেন হয়েছে। তদন্তকারীরা জানতে পেরেছেন মহম্মদ বাজারের পুলিশ অফিসার মহম্মদ আলি লালার কাছ থেকে কোটি কোটি টাকার প্রোটেকশন মানি নিয়েছেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। সেই প্রোটেকশন মানির উৎসের সন্ধানেই সেই পুলিশ অফিসারকে নিজাম প্যালেসে ডেকে জেরা করতে চাইছেন তদন্তকারীরা।

একাধিক পুলিশ অফিসারকে জেরা
এর আগে কয়লাপাচার কাণ্ডে রাজ্যের একাধিক আইপিএস অফিসারকে দিল্লিতে ডেকে জেরা করেছে ইডি। সেই তালিকায় মমতা ঘনিষ্ঠ একাধিক পুলিশ অফিসার ছিলেন। দিল্লিতে গিয়ে তাঁদের ইডির দফতরে হাজিরা দিতে হয়েছে। তদন্তকারীদের অনুমান কয়লাপাচারের সেফ করিডর তৈরি করে দিতে এই পুলিশ অফিসাররা সাহায্য করতেন বলে অনুমান সিবিআই এবং ইডির।

অভিষেককে একাধিকবার তলব
কয়লাপাচার কাণ্ডে তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার দিল্লিতে তলব করে জেরা করা হয়েছে। এমনকী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী এবং শ্যালিকাকেও একাধিকবার তলব করে জেরা করেছে ইডি সিবিআই। একুশের ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বাড়িতে গিয়ে জেরা করে সিবিআই। রুজিরার অ্যাকাউন্টে বিদেশী ব্যাঙ্ক থেকে আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন তুলেছিলেন তদন্তকারীরা।