চাঁদে দাগ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় নিষ্কলুষ! পার্থকে নিয়ে ‘লজ্জা’র কথায় ফিরহাদ, Firhad Hakim takes on Partha Chatterjee on corruption issue and says Mamata Banerjee symbol of honesty

Advertisement

Advertisement

নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে ফিরহাদ

মঙ্গলবার নিয়োগ দুর্নীতি প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, ইডির দাবি সাড়ে তিনশো কোটির দুর্নীতি হয়েছে। টাকা নিয়ে চাকরি দেওয়া হয়েছে, ভাবতেও পারি না! কিন্তু এটা সত্যিই আমাদের সবার কাছে লজ্জার। তবে টাকা নিয়ে চাকরি এখনও কোর্টে প্রমাণ হয়নি। যতক্ষণ না চার্জশিট হচ্ছে, ততক্ষণ মিডিয়া ট্রায়াল করে লাভ নেই।

‘এই পার্থদাকে আমি চিনি না’

‘এই পার্থদাকে আমি চিনি না’

ফিরহাদ বলেন, সত্যি বলতে কি, এই পার্থদাকে আমি চিনি না। এই পার্থদা আমার কাছে নতুন। আমি স্বপ্নেও ভাবিনি কেউ টাকা নিয়ে চাকরি দেবে। আমি তো অনেকদিন একসঙ্গে কাজ করেছি। আমরা চাই পার্টির ছেলেদের চাকরি হোক। বেকার ছেলেদের চাকরি হোক। কিন্তু অন্যের চাকরি কেড়ে নিয়ে নয়।

পার্থ কি দলের সঙ্গে আছেন?

পার্থ কি দলের সঙ্গে আছেন?

পার্থ চট্টোপাধ্যায় বারবার দলের সমর্থনে মুখ খুলছেন। তবে তিনি কি দলের সঙ্গেই আছেন? তা নিয়ে অবশ্য কিছু বলতে চাননি ফিরহাদ। তিনি বলেন, এই ঘটনার পর পার্টি এ বিষয়ে আর কোনো মিটিংয়ে বসেনি। পরে দেখা যাবে। শুক্রবার বৈঠক আছে। আমরা দলের একনিষ্ঠ সৈনিক। আমাদের নেত্রী যা নির্দেশ দেবেন আমরা মেনে চলব।

সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়

সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়

ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে সততার প্রতীক আখ্যা দিলেন ফিরহাদ। তিনি বলেন, চাঁদে দাগ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো দাগ নেউ। কোনো অন্যায় তিনি করতে পারেন না। কাউকে বিশ্বাস করা অন্যায় নয়। কাউকে বিশ্বাস করে যদি কেউ ঠকে যান, তাহলে সেটা ভুল হতে পারে, অন্যায় নয়।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি

ফিরহাদ হাকিমের কথায়, এত বড় দল বিশ্বাস ছাড়া চালানো যায় না। বিশ্বাস রাখতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছিলেন। আমরা আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই থাকব। মমতা বন্দ্যোপাধ্যায়ই আমাদের চালিকাশক্তি।

শুভেন্দুকে নিশানা ফিরহাদের

শুভেন্দুকে নিশানা ফিরহাদের

শুভেন্দু অধিকারী সম্প্রতি বলেছেন, এবার বেঙ্গল ফাইলস হবে। প্রতিক্রিয়ায় ফিরহাদ হাকিম বলেন, এগুলো বেকার কথা। এ রাজ্য কোনোদিন কাশ্মীর হবে না। এ রাজ্য দেশের অবিচ্ছেদ্য অংশ। সকল রাজ্যবাসী ভারতীয় হিসেবে গর্বিত। বিভেদ সৃষ্টি করে ফাইল ফাইল বলে চেঁচিয়ে লাভ হবে না। আসলে এদের মনের মধ্যে বিভেদ আছে।

শাসকদলের দুর্নীতি প্রসঙ্গে ফিরহাদ

শাসকদলের দুর্নীতি প্রসঙ্গে ফিরহাদ

বাংলার শাসকদল দুর্নীতিতে নিমজ্জিত বলে বিরোধীরা কটাক্ষ করছেন। ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন, এই দুর্নীতির দলের নয়। কোনো ব্যক্তি বিশেষের দুর্নীতি এটা। দলের কতিপয় লোক দুর্নীতিতে জড়িত, সেটা পাপ। মানুষ আমাদের অধিকার দিয়েছে। আমরা মানুষের কেয়ারটেকার। আমরা ল্যান্ড লর্ড নই। পাঁচ বছর অন্তর মানুষ বেছে নেয় শাসককে।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।