WTC Final 2023 IND vs AUS: সৌরভদের স্বপ্নভঙ্গের বদলা নিতে পারবেন রোহিতরা? WTC ফাইনালের দৌলতে ২০ বছর পর এল সুযোগ

Advertisement

নিউজিল্যান্ডের জয়ে ইতিহাস তৈরি করল ভারত। প্রথম দল হিসেবে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাল টিম ইন্ডিয়া। তাৎপর্যপূর্ণভাবে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেমেছিলেন বিরাট কোহলিরা। সেই কিউয়িদের জয়েই এবার ভারতের ফাইনালের টিকিট কনফার্ম হয়ে গেল। এবার ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামবে ভারত। তার ফলে ২০ বছর পর আবার পুরুষদের কোনও আইসিসি টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া।

প্রথম দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে আগেই উঠে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় দল হিসেবে কারা ফাইনালে উঠবে, তা নির্ধারিত হয়ে গেল সোমবার। ক্রাইস্টচার্চ টেস্টের শেষ বলে শ্রীলঙ্কাকে নিউজিল্যান্ড হারিয়ে দেওয়ায় ফাইনালের টিকিট নিশ্চিত হয়ে গিয়েছে ভারতের। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা অনুযায়ী, অস্ট্রেলিয়া এবং ভারতকে কোনও দল ছুঁতে পারবে না।

কবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হবে?

আগামী ৭ জুন থেকে লন্ডনের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হবে। যে ফাইনালে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। যে দুই দল পুরুষদের কোনও আইসিসি প্রতিযোগিতার ফাইনালে ২০ বছর পর মুখোমুখি হবে। শেষবার (পুরুষদের কোনও আইসিসি প্রতিযোগিতার ফাইনালে) দুই দল ২০০৩ সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে গুঁড়িয়ে দিয়েছিল রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া। ১২৫ রানে জিতেছিলেন অজিরা।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।