ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে মোট ন’বার। তার মধ্যে চারটি ম্যাচ ড্র হয়েছে। তিনবার জেতে এটিকে মোহনবাগান ও দু’টি ম্যাচে হায়দরাবাদ এফসি। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও সবুজ-মেরুনকে খোঁচা দিচ্ছে গত বারের সেমিফাইনালে হায়দরাবাদের কাছে হার। এ বার তাই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে বদলা পূরণ করতে মরিয়া জুয়ান ফেরান্দোর টিম। পরিসংখ্যান বলছে চলতি আইএসএলে এটিকে মোহনবাগান ঘরের মাঠে ১১টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে আটটিতেই জিতেছে। আজও কি বজায় থাকবে জয়ের ধারা?
খেলা শুরু
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এএফসি-র ম্যাচ শুরু। কে জিতবে আজ? কাদের ভাগ্যের শিকে ছিড়বে?
ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পরিস্থিতি
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হায়দরাবাদ এফসি গত ম্যাচে শুরুতে ঝড় তুললেও, দ্বিতীয়ার্ধে তাদের কিছুটা দিশাহারা লেগেছে। দু’সপ্তাহ বিশ্রামের পর খেলতে নামলেও শেষ ৪৫ মিনিট কিছুটা হলেও ক্লান্ত লেগেছে দলের তারকাদের। তবে গত বারের চ্যাম্পিয়নের খেতাব নিজেদের দখলে রাখাটাই যেখানে সবচেয়ে বড় প্রেরণা, সেখানে তারা সহজেই হার মানবেন, এমনটা মনে করা মোটেই উচিত নয়। এ ছাড়া এই মরশুমে অ্যাওয়ে ম্যাচে তাদের রেকর্ড মোটেই খারাপ নয়। বাইরের মাঠে দশটি ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে তারা। তবে কলকাতায় এসে ইস্টবেঙ্গলকে হারালেও, এটিকে মোহনবাগানকে হারাতে পারেনি তারা।
মোহনবাগানের হাল
গত বারের সেমিফাইনালে হারের কথা মাথায় রেখে এই ম্যাচে মাঠে নামলে হয়তো বৌমাস, মনবীর, লিস্টনরা জ্বলে উঠতে পারেন। ফর্মে ফেরার এমন সুবর্ণ সুযোগ বোধহয় আর পাবেন না মনবীর আর লিস্টন। বদলার মনোভাব, ঘরের মাঠ, নিজেদের সমর্থকদের চিৎকার— নিজেদের ছন্দে ফেরানোর জন্য এর চেয়ে আদর্শ পরিবেশ আর কী হতে পারে? গোড়ালির চোটের জন্য গত ম্যাচেও খেলতে পারেননি আশিক কুরুনিয়ান। সম্ভবত এই ম্যাচেও খেলতে পারবেন না তিনি। তবে একটা ভালো খবর হল গ্ল্যান মার্টিন্স ক্রমশ সুস্থ হয়ে উঠেছেন, তিনি হয়তো হায়দরাবাদের বিরুদ্ধে দ্বিতীয় লেগে ফের মাঝমাঠ সামলানোর দায়িত্ব নেবেন। কার্ল ম্যাকহিউয়ের সঙ্গে তাঁর বোঝাপড়া যথেষ্ট ভালো। এর সুফল নিশ্চয়ই পাবে বাগান শিবির।
সেমির প্রথম লেগের ফল
গত বৃহস্পতিবার জিএমসি বালাযোগী স্টেডিয়ামে সেমির প্রথম লেগের ফল গোলশূন্য ড্র হয়েছে। মোহনবাগান যে আহামরি খেলেছে, এমনটা নয়। তবে হায়দরাবাদে গিয়ে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের আটকে দেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। এই মরশুমে যে মাঠে মাত্র দু’টি ম্যাচ হেরেছে হায়দরাবাদ, সেই মাঠে সেমিফাইনালের মতো ম্যাচ খেলতে নেমে তাদের সঙ্গে ড্র করাটা সহজ ছিল না। সেটাই করে ঘরের মাঠে ফিরতি লেগ খেলতে নামার আগে তাই আত্মবিশ্বাসী থাকবে বাগান ব্রিগেড।
দ্বৈরথের ইতিহাস
ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে মোট ন’বার। তার মধ্যে চারটি ম্যাচ ড্র হয়েছে। তিনবার জেতে এটিকে মোহনবাগান ও দু’টি ম্যাচে হায়দরাবাদ এফসি। এ বারের লিগে প্রথমে জেতে এটিকে মোহনবাগান, পরে তার বদলা নিয়ে নেয় হায়দরাবাদ এফসি। দুই ম্যাচেই ফল হয় ১-০। দুই দলের ম্যাচে এখনও পর্যন্ত মোট ২০টি গোল হয়েছে। দশটি করে গোল করেছে দুই দলই।