নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছে মামা, চাকরি গিয়েছে মায়ের, পরদিন আত্মঘাতী তরুণী

Advertisement

নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হয়েছেন মামা। শুক্রবার আদালতের নির্দেশে চাকরি গিয়েছে মায়ের। এর পরই রবিবার বাড়ি থেকে উদ্ধার হল তরুণীর দেহ। নিহত রিয়াঙ্কা ঘোষ নিয়োগ দুর্নীতি কাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা কৌশিক ঘোষের ভাগ্নী। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বীরভূমের লাভপুর কলেজের প্রথম বর্ষের ছাত্রী ছিলেন রিয়াঙ্কা। গত ১৮ ফেব্রুয়ারি নিয়োগ দুর্নীতিকাণ্ডে ৬ জন দালালকে গ্রেফতার করে সিবিআই। তার মধ্যে ছিলেন মুর্শিদাবাদের বড়ঞার তৃণমূল নেতা কৌশিক ঘোষও। স্থানীয় তৃণমূল বিধায়করে অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তিনি। জানা যায়, মোটা মাইনের সরকারি চাকরি ছেড়ে চাকরির দালালিতে নেমেছিলেন কৌশিক।

সেই ঘটনার পর পক্ষকাল কাটতে না কাটতে শুক্রবার গ্রুপ সির ৮৪২ জন চাকরি চোরকে বহিষ্কারের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। দেখা যায় সেই তালিকায় রয়েছে কৌশিক ঘোষের বোন বিভা ঘোষের নাম। শনিবার বড়ঞার কোগ্রামের বাসিন্দা বিভাদেবীর চাকরি চলে যায়। তার পর রবিবার সকালে ঘরের দরজা খুলছিলেন না বিভাদেবীর মেয়ে রিয়াঙ্কা। বার বার ডেকেও দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢোকেন পরিবারের সদস্যরা। সেখানে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় রিয়াঙ্কাকে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, বিভা ঘোষ লাভপুর সত্যনারায়ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের করণিক পদে কর্মরত ছিলেন। মামা কৌশিক ঘোষের গ্রেফতারির পর থেকেই অবসাদে ভুগছিলেন রিয়াঙ্কা। তার পর মায়ের চাকরি চলে যাওয়ায় অবসাদ ও অনিশ্চয়তায় তিনি এই পদক্ষেপ নিয়ে থাকতে পারেন বলে মনে করছেন তাঁরা।

ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে বড়ঞা থানার পুলিশ।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।