টেস্টে ৪০ মাসের শতরানের খরা কেটেছে আমদাবাদে। সেই শাপমোচনের ইনিংসেই বিরাট কোহলি দ্বিশতরান হাঁকাবেন বলে আশায় বুক বাঁধতে থাকেন ভারতবাসী। বিশেষত অক্ষর প্যাটেল যখন ক্রিজে ছিলেন, তখন মনে হচ্ছিল বিরাটের দ্বিশতরান স্রেফ সময়ের অপেক্ষা। কিন্তু ভারত পরপর তিন উইকেট হারানোর ফলে বিরাটের কাজটা কঠিন হয়ে যায়। তাও হাল ছাড়েননি বিরাট। শেষ উইকেটে মহম্মদ শামিকে নিয়েও চেষ্টা করেন। সেইসময় বিরাটের দ্বিশতরান রুখতে বাউন্ডারিতে নয় ফিল্ডার রেখে দেয় অস্ট্রেলিয়া। অর্থাৎ বিরাটকে সরাসরি চ্যালেঞ্জ ছোড়েন স্টিভ স্মিথ – দ্বিশতরান করতে হলে বাউন্ডারি টপকাতে হবে। সেই ফিল্ডিং প্লেসিংয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল।
রবিবার আমদাবাদে চোটের জন্য শ্রেয়স আইয়ার ব্যাট করতে নামতে না পারায় উমেশ যাদব আউট হওয়ার পর ভারতের হাতে একটি উইকেট পড়েছিল। সেইসময় ১৮৪ রানে খেলছিলেন বিরাট। শামিকে স্ট্রাইক দিচ্ছিলেন না তিনি। শামি ব্যাট হাতে খুব নির্ভরযোগ্য না হলেও বড় শট খেলতে পারেন। যা কখনও কাজে দেয়, আবার কখনও হিতে-বিপরীত হয়। সম্ভবত সেজন্যই শামিকে স্ট্রাইক দেননি বিরাট। তাঁকে যেন কোথাও মনে হচ্ছিল যে ২০০ রানের গণ্ডি পার করতে চাইছেন। যে বিষয়টা বুঝে যান অজিরা।
আরও পড়ুন: সবচেয়ে কম ইনিংসে ৭৫টি আন্তর্জাতিক শতরান করে সচিনকে পিছনে ফেললেন বিরাট
সেই পরিস্থিতিতে বিশেষ ফিল্ডিং সাজান অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথ। নয় ফিল্ডারকেই বাউন্ডারি লাইনে পাঠিয়ে দেন। শুধু অস্ট্রেলিয়ার উইকেটকিপার অ্যালেক্স কেরি এবং বোলাররা বাউন্ডারিতে যেতে পারেননি। স্মিথ পারলে কেরিকেও বাউন্ডারিতে পাঠিয়ে দিতেন। যিনি বিরাটকে স্পষ্ট বার্তা দেন যে ২০০ রান করতে হলে ছক্কা মারতে হবে বা নিখুঁত টাইমিং করে স্ট্রেট ড্রাইভ মারতে হবে। কারণ জমি ঘেঁষে মাঠের অন্যান্য দিকে যখনই বল যাচ্ছিল, তখনই অস্ট্রেলিয়ার ফিল্ডাররা ধরে নিচ্ছিলেন।
আরও পড়ুন: Virat Kohli century celebration: নেই আগ্রাসনের লেশমাত্র, লকেটে চুমু খেয়ে শতরানের সেলিব্রেশন বিরাটের- ভিডিয়ো
আর স্মিথের সেই পরিকল্পনা পুরোপুরি সফলও হয়ে যায়। একাধিকবার বাউন্ডারির কাছে বল গেলেও অজি ফিল্ডাররা বিরাটের বাউন্ডারির স্বপ্ন পূরণ করতে দেননি। বড়জোর এক রান নেওয়া যেত। যা করেননি বিরাট। একবার ক্যাচের সুযোগও দেন ভারতের প্রাক্তন অধিনায়ক। যা ফস্কে দেয় অস্ট্রেলিয়া। শেষপর্যন্ত ডিপ মিড-উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়ে যান বিরাট। শামি আসার পর মাত্র এক রান করতে পারেন। যিনি ৩৬৪ বলে ১৮৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)