সবচেয়ে কম ইনিংসে ৭৫টি আন্তর্জাতিক শতরান করে সচিনকে পিছনে ফেললেন বিরাট

Advertisement

শুভব্রত মুখার্জি: বিশ্ব ক্রিকেটের কিংবদন্তি ব্যাটার সচিন তেন্ডুলকরকে পিছনে ফেললেন আরেক কিংবদন্তি ব্যাটার বিরাট কোহলি। আমদাবাদে চলতি বর্ডার-গাভাসকর ট্রফির চতুর্থ টেস্টে শতরান হাঁকিয়ে সচিনকে টপকে গেলেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর ৭৫তম শতরানটি পূরণ করলেন বিরাট কোহলি। আর এই নজির গড়তে সবথেকে কম ইনিংস খেলার কৃতিত্ব অর্জন করলেন তিনি। মাস্টার ব্লাস্টার্স ৭৫টি শতরান করতে খেলেছিলেন ৫৬৬টি ইনিংস। আর বিরাট সময় নিলেন ৫৫২টি ইনিংস।

আরও পড়ুন… গিলের শতরান ও অশ্বিনের বোলিং-এর প্রশংসা করে আমদাবাদ পিচ নিয়ে মুখ খুললেন সৌরভ

আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি শতরান করার নজির রয়েছে সচিন তেন্ডুলকরের। ৭৮২ ইনিংস খেলে এই নজির গড়েছিলেন তিনি। আর ৫৫২টি ইনিংস খেলে ৭৫তম শতরানটি সম্পন্ন করলেন বিরাট কোহলি। এই তালিকায় তিন নম্বরে রয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। তাঁর আন্তর্জাতিক শতরানের সংখ্যা ৭১টি। আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রীতিমতো উইকেটে কামড়ে পড়ে রইলেন বিরাট কোহলি। আর তার সঙ্গে সঙ্গেই টেস্ট ক্রিকেটে দীর্ঘ সাড়ে তিন বছরের শতরানের খরা কাটালেন কিং কোহলি।

আরও পড়ুন… PSL-এ চমক দেখালেও IPL 2023-এ সুযোগ পাওয়া নিয়ে উঠছে প্রশ্ন! দেখুন সেই ৩ তারকাকে

২০১৯ সালে ইডেন গার্ডেন্সে গোলাপি টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে নিজের শেষ টেস্ট শতরানটি হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। আর এ দিন ফের একবার দীর্ঘতম ফর্ম্যাটে তিন অঙ্কের রান পূর্ণ করলেন তিনি। টড মার্ফি, নাথান লিয়ন, ম্যাথু কুনম্যানদের রীতিমতো দেখেশুনে ধৈর্য্য ধরে খেললেন তিনি। এদিন বাউন্ডারি মারার থেকে সিঙ্গেলসের উপরেই জোড় দিলেন তিনি। তাঁর এবং শুভমন গিলের শতরানে ভর করেই চতুর্থ টেস্টে লড়াইতে ফিরেছে ভারতীয় দল। অজিদের প্রথম ইনিংসের বিশাল স্কোর তাড়া করে ভারত বিরাটের শতরানে ভর করে চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে ইতিমধ্যে লিডও নিয়ে ফেলেছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।