হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে।
Howrah Hooghly
oi-Sanjay Ghoshal

রাজ্যের একের পর এক টাকার পাহাড় উদ্ধার হয়ে চলেছে। এবার টাকার পাহাড় মিলল হাওড়া স্টেশনে। বিপুল পরিমাণ টাকা উদ্ধার হল হাওড়া স্টেশন চত্বর থেকে। একটি ব্যাগ থেকে উদ্ধার হয়েছে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা। রবিবার আরপিএফ সূত্রে এই খবর জানানো হয়েছে।
আরপিএফ জানিয়েছে, হাওড়া স্টেশনের ৮ নম্বর প্লাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় এক যুবককে। সেই সময় কর্তব্যরত আরপিএফ জওয়ানরা তাকে আটক করে। তারপর ওই যুবককে আউটপোস্টে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেন জওয়ানরা।

ধৃত ওই যুবকের সঙ্গে ছিল একটি নীল ব্যাগ। ওই নীল ব্যাগ খুলতেই দেখা যায়, থরে থরে সাজানো টাকার বান্ডিল। ওই ব্যাগে নগদ প্রায় ৫০ লক্ষ টাকা পাওয়া যায়। ওই টাকা ওই যুবক কোথায় নিয়ে যাচ্ছিলেন এবং কেন নিয়ে যাচ্ছিলেন, তা জানা যায়নি। তার সদুত্তর সে দিতে পারেনি।
আরপিএফ জওয়ানরা বারবার ঘুরিয়ে ফিরিয়ে তাকে টাকার উৎস নিয়ে প্রশ্ন করলেও এ ব্যাপারে কোনো সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেন সে। তার কাছে কোনো বৈধ কাগজ ছিল না। কোনো প্রমাণ ও নথি দেখাতে না পারায়, পুলিশ তাকে আটক করে।
আরপিএফ তাকে আটক করার পাশাপাশি তার নীল ব্যাগে থাকা সমস্ত টাকা বাজেয়াপ্ত করে। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আটক যুবকের নাম প্রহ্লাদ রাম জাখর। বয়স আনুমানিত ৩৩। বাড়ি রাজস্থানের বিকানিরে। আরপিএফের পক্ষ থেকে সমস্ত টাকা এবং ওই যুবককে কাস্টমস ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছে।
হাওড়া স্টেশন থেকে নগদ অর্থ ও সোনা উদ্ধারের ঘটনা হামেশাই ঘটে থাকে। মূলত পাচারের জন্যই হাওড়া স্টেশনকে ব্যবহার করে পাচারকারীরা। বিভিন্ন দূরপাল্লার ট্রেনে তা বাইরের রাজ্যে পাচার হয়ে যায়। আর পাচার রুখতে আরপিএফের তরফে থাকে কড়া প্রহরা। সেই প্রহরা এড়িয়ে এদিন ওই যুবক রক্ষা পায়নি। তার সঙ্গে থাকা টাকা উদ্ধার হয় এবং তা বাজেয়াপ্ত করা হয়েছে।
এখন জানার চেষ্টা চালানো হচ্ছে ওটি কীসের টাকা। কোথা থেকে আসছিল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল। কী উদ্দেশেই বা এই কাজ করা হচ্ছিল। কাস্টমস ডিপার্টমেন্ট পুরো বিষয়টি খতিয়ে দেখছে। তারপর তারা বিষয়টি খতিয়ে দেখে পুলিশের সাহায্য নেবে। এখানে উল্লেখ্য যে, ২০২২-এর নভেম্বর ৯ নম্বর প্লাটফর্মে এক যুবকের কাছ থেকে নগদ ৩৫ লক্ষ ২০ হাজার টাকা পাওয়া যায়।
- ট্রেনে মহিলাদের সুরক্ষার্থে ‘মেরি সহেলি’, কিভাবে কাজ করবে এটি দেখে নিন এক ঝলকে
- দেশজুড়ে শুরু উৎসব, ৩৯২টি উৎসব স্পেশাল ট্রেন চালু করল ভারতীয় রেল
- ট্রেনে ওঠার আগে পরেছেন কি মাস্ক, না হলে কোন শাস্তি, জানাল ভারতীয় রেল
- বান্দ্রা টার্মিনাসে সোনু সুদকে পরিযায়ী শ্রমিকদের সঙ্গে দেখা করতে বাধা দিল পুলিশ
- চারমাসের শিশুকে দুধের প্যাকেট দেওয়ার জন্য চলন্ত ট্রেনের পেছনে দৌড়ালেন আরপিএফ কনস্টেবল
- শ্রমিক স্পেশালে কমপক্ষে ৮০ জনের মৃত্যু, খবর রেল সূত্রে
- লকডাউনের মাঝেই দিল্লি ফেরত ৯ আরপিএফ জওয়ান করোনা আক্রান্ত, প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ
- রেল পুলিসের তৎপতায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রী
- রেল টিকিটের চক্র ফাঁস, দুবাই সহ দুই দেশের সঙ্গে যোগ, গ্রেফতার এক
- অযোধ্যা মামলার রায়দান ঘিরে বাড়ছে তোরজোর, নির্দেশিকা জারি করল রেলপুলিস
- যোগী রাজ্যে সন্ন্যাসী ও কলেজ প্রিন্সিপালের ওপর হামলা! অভিযোগের জেরে শোরগোল
- চলন্ত ট্রেনে ঝুলছেন যাত্রী! উদ্ধারে যা করলেন আরপিএফ কর্মী, দেখুন ভিডিও
English summary
RPF rescued plenty of cash about 50 lacs from platform number eight of Howrah station.
Story first published: Sunday, March 12, 2023, 23:17 [IST]