দেওরের মৃত্যুর খবরে হার্ট অ্যাটাকে মৃত্যু হল বউদির

Advertisement

দেওরের মৃত্যুর খবরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল বউদির। ঘটনা হাওড়ার আমতা থানা এলাকার সোমেশ্বরের। নিহত অসিত মাজিকে (৪২) গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ। শুক্রবার তাঁর মৃত্যুর খবর পেয়ে হৃদরোগে আক্রান্ত হন বউদি লক্ষ্মী মাজি (৪৭)। এর পর মৃত্যু হয় তাঁরও।

পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার রাতে সাইকেল চালিয়ে কাজ থেকে ফিরছিলেন অসিতবাবু। তখন পাপাই পোল্লে নামে এক স্থানীয় যুবক রাস্তার পাশে দাঁড়িয়ে গল্পগুজব করছিলেন। অসিতবাবুর সাইকেলে তাঁর ধাক্কা লাগে। এর পর পাপাই ও তাঁর বন্ধ নয়ন গায়েন মিলে অসিতবাবুকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। যার ফলে গুরুতর আহত হন অসিতবাবু। তাঁকে আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকরা।

কিন্তু শুক্রবার সকাল থেকে ফের অসিতবাবুর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাঁকে নিয়ে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজের দিকে রওনা দেন পরিবারের সদস্যরা। কিন্তু পথেই মৃত্যু হয় তাঁর। সেই খবর বাড়িতে পৌঁছতেই হৃদরোগে আক্রান্ত হন বউদি লক্ষ্মী মাজি। আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।