টলিপাড়ার ভোটেও কুন্তল ঘোষের টাকার ব্যবহার হয়নি দাবি বনি সেনগুপ্তের মায়ের, Actor Bony Sengupta’s Mother claimed Kuntal Ghosh not used his Money in Tollygung Film industry

Advertisement

কুন্তল ঘোষের টাকার ব্যবহার নিয়ে বিস্ফোরক দাবি করেছেন অভিনেতা বনি সেনগুপ্তের মা

West Bengal

oi-Bahni Sanyal Dutta

Google Oneindia Bengali News
Advertisement

অভিনেতা বনি সেনগুপ্তের বিরুদ্ধে কুন্তল ঘোষের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। প্রথম দফায় ম্যারাথন জেরার পর ফের মঙ্গলবার বনি সেনগুপ্তকে তলব করেছে ইডি। এরই মধ্যে আবার রবিবার বনি সেনগুপ্তের মাকে নিয়ে বিস্ফোরক তথ্য হাতে এসেছে ইডির। টালিগঞ্জের ফিল্ম ইন্ডাস্ট্রির সংগঠন ইম্পার নির্বাচনে কোটি কোটি টাকা ঢেলেছে কুন্তল ঘোষ।

 বিস্ফোরক তথ্য ED-র হাতে

টলিপাড়ার সঙ্গে কুন্তলের যে যোগাযোগ রয়েছে তা হৈমন্তীর নাম প্রকাশ্যে আসতেই স্পষ্ট হয়ে গিয়েছিল। কুন্তলের ব্যাঙ্কের নথি খতিয়ে দেখতেই ঝুলি থেকে বেড়াল বেড়িয়ে পড়ে। অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে বিপুল অঙ্কের টাকার লেনদেন হয়েছে কুন্তলের। শুধু বনি সেনগুপ্তই নয় টলিপাড়ার একািধক অভিনেত্রী এবং মডেলের সহ্গেও কুন্তল ঘোষের আর্থিক লেনদেন হয়েছে। বনি সেনগুপ্তকে তলব করে জেরা করেছে ইডি।

অভিনেতা বনি সেনগুপ্ত তদন্তকারীদের জানিয়েছেন, তিনি কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন। সেখান থেকে পারিশ্রমিক হিসেবে টাকা নিয়েছেন। তিনি কুন্তলের কাছ থেকে পারিশ্রমিক হিসেবে গাড়ি নিয়েছিলেন বলে জানিয়েছেন। তারপরেই প্রকাশ্যে এসেছে কুন্তলের সঙ্গে একাধিক অভিনেত্রী এবং মডেলের যোগ। টলিউডে রমরমিয়ে কুন্তল ঘোষের টাকা কেটেছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। আরো তথ্য পেতে আগামী মঙ্গলবার ফের তলব করা হয়েছে বনি সেনগুপ্তকে।

এরই মাঝে আবার বনি সেনগুপ্তের মা পিয়া সেনগুপ্তকে নিয়ে বিস্ফোরক তথ্য হাতে এসেছে ইডির। টলিউডের একাধিক অভিনেত্রীকে টাকা দিয়েছেন কুন্তল ঘোষ। এমনকী টলিপাড়ার সংগঠন ইম্পার নির্বাচনেও কুন্তল ঘোষ কোটি কোটি টাকা ঢেলেছেন। এই সংগঠনের শীর্ষ পদে রয়েছেন বনির মা পিয়া সেনগুপ্ত। টলিপাড়ার এই সংগঠনটি নিয়ন্ত্রণ করে রাজ্যের এক মন্ত্রী।

২০২১ সালে ইম্পার নির্বাচনে পিয়া সেনগুপ্তকে জেতাতে নাকি বিপুল টাকা খরচ করেছিলেন কুন্তল ঘোষ। যদিও অভিনেতার মা সেই দাবি খারিজ করেছেন। তিনি বলেছেন এই সংগঠনের সদস্য বড় বড় প্রযোজক, পরিচালকরা। কুন্তল ঘোষ কোনও দিনই এই সংগঠনের সদস্য ছিলেন না। বনিকে দিয়ে সিনেমা করানোর কথা বলেছিলেন কুন্তল ঘোষ। সেসময় নাকি তাঁকে ইম্পার সদস্য পদ নিতে বলা হয়েছিল। তাতে তিনি রাজি হননি। একজন বাইরের লোক কীভাবে টাকা ব্যবহার করে নির্বাচন করাবেন সেটা নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছেন বনি সেনগুপ্তর মা। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

এদিকে বনি সেনগুপ্তের বান্ধবী কৌশানী কিন্তু বনি সেনগুপ্তের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পর্কে তিনি কিছু জানেন না বলেই মন্তব্য করেছেন। তিনি দাবি করেছেন বনি সেনগুপ্তের কাজ কর্ম সবটাই তাঁর মা দেখাশোনা করতেন, তাই বনি কার কাছ থেকে টাকা নিয়েছেন সেসব কিছু তিনি জানেন না। তবে তিনি কুন্তল ঘোষের কাছ থেকে একটি টাকাও নেননি বলে দাবি করেছেন।

English summary

Actor Boni Sengupta’s Mother claimed Kuntal Ghosh not used his Money in Tollygung Film industry

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।