কেঁচো খুড়তে কেউটে, সরকারি বদলিতেও তোলাবাজির কথা স্বীকার করলেন শান্তনু, দাবি EDর

Advertisement

সরকারি কর্মীদের বদলিতে তৃণমূলের একাংশ কাটমানি আদায় করছে বলে অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে জেরা করে তেমনই তথ্য পাওয়া গিয়েছে বলে ইডি সূত্রের খবর। ইডি সূত্রে জানা গিয়েছে, সরকারি আধিকারিকদের পছন্দমতো জায়গায় বদলি করে দিতে মোটা টাকা নজরানা নিতেন শান্তনু। নিজেই একথা স্বীকার করেছেন তিনি।

ইডির গোয়েন্দাদের দাবি, জেরায় শান্তনু জানিয়েছেন, সরকারি চাকুরেদের পছন্দের জায়গায় বদলি করতে মোটা টাকা উৎকোচ নিয়েছেন তিনি। পদ ও কোথায় বদলি হতে চান তার ওপর ঠিক হত দর। শহরের মধ্যে বাড়ির কাছাকাছি বদলির দর ছিল সব থেকে বেশি।

বলে রাখি, সম্প্রতি শিক্ষক বদলি নিয়ে বারবার আদালতের ভর্ৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার। আদালতের প্রশ্ন, কেন গ্রামের যে সমস্ত সরকারি স্কুলে প্রচুর ছাত্রছাত্রী রয়েছে, সেখান থেকে শহরে হাতেগোনা ছাত্রছাত্রী রয়েছে এমন স্কুলে শিক্ষকদের বদলি করা হল? অবিলম্বে গ্রামের স্কুলগুলিতে ছাত্র – শিক্ষক অনুপাত ঠিক করতে বলেছে আদালত।

বিরোধীদের প্রশ্ন, বদলিতে তোলাবাজি রুখতে ঢাক ঢোল পিটিয়ে উৎসশ্রী পোর্টাল চালু করেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেও বদলির নামে কী করে টাকা আদায় করলেন শান্তনুরা। এরকম তোলাবাজি রাজ্যের জেলায় জেলায় হয়েছে বলে দাবি তাদের। বিজেপি বিধায়ক শংকর ঘোষ বলেন, এবার স্পষ্ট হচ্ছে, গ্রামের স্কুল খালি করে কেন দলে দলে শিক্ষককে শহরে বদলি করা হয়েছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও এই দুর্নীতির তদন্ত দাবি করেছেন শিলিগুড়ির বিধায়ক।

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।