মুম্বই: কাপুরদের ‘ঘর ঘর কি কাহানি’ প্রকাশ্যে! আলিয়া ভাট এবং রণবীর কাপুরের দাম্পত্য থেকে পর্দা সরে গেল। সৌজন্যে, রণবীর খোদ। স্ত্রীর আচরণ, খারাপ অভ্যাস নিয়ে কথা বললেন বলি নায়ক। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, আলিয়ার কোন অভ্যাস তাঁর বিরক্তি উদ্রেক করে?
রণবীর বলেন, ‘‘আলিয়ার একটি অভ্যাস আমি সহ্য করতে পারি না। বাথরুমে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে সে। ও বাথরুম থেকে বেরোনোর পর দেখতে পাই, তোয়ালে এক জায়গায়, মেকআপ তোলার জিনিসপত্র অন্য জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখা। আর আমার একটু ওসিডি, বাতিক আছে। তাই যখনই ও বাথরুম থেকে বেরোয়, দেখতে পাই পুরো বাথরুম নোংরা হয়ে রয়েছে।’’ কিন্তু একইসঙ্গে রণবীর জানালেন, বাথরুমের এই বদ অভ্যাস ছাড়া বাকি সমস্ত ক্ষেত্রে আলিয়া খুব গোছানো।
আরও পড়ুন: কখনওই নামের পাশে পদবী ব্যবহার করেন না রেখা, এর পিছনে রয়েছে এক অজানা রহস্য
আরও পড়ুন: ‘মনামীকে দেখে উরফি মনে হচ্ছে’! খুল্লমখুল্লা পোশাকে নেটপাড়ায় তীব্র ট্রোলড বাংলার নায়িকা
‘তু ঝুটি ম্যায় মক্কর’ ছবির প্রচারে একাধিক শহরে গিয়ে নিজের মেয়ে রাহা কাপুরের গল্প বলতে দেখা গিয়েছে তাঁকে। রাহা হাসতে শিখেছে। রণবীর নার্সকে দেখে দেখে মেয়ের ডায়াপার বদলাতে শিখে গিয়েছেন। খাওয়ানোর পর দু’বার ঢেকুর তোলাতে হয় একরত্তিকে। সেই বিষয়েও পারদর্শী রণবীর। মেয়েকে ছেড়ে থাকতে খুব কষ্ট হয় তাঁর। কিন্তু ছবির প্রচারে বাইরে বাইরে ঘুরতে হয়েছে ঋষি-পুত্রকে। তার পর ছবির শ্যুটিংয়ে কাশ্মীর যেতে হয় আলিয়াকে। সঙ্গে ছিল তাঁদের সন্তানও। সেই সময়েও মেয়েকে খুব মিস করেছেন রণবীর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alia Bhatt, Ranbir Kapoor