উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আপাতত দিন কিংবা রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনাও নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। মঙ্গল ও বুধবার দার্জিলিং ও কালিম্পং এবং বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১৪ মার্চ মঙ্গলবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি দিন ও রাতের তাপমাত্রারও তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃহস্পতিবার নাগাদ পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ সাধারণভাবে পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার এই তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮০ শতাংশ।

একদিকে তাপপ্রবাহ অন্যদিকে ঝড়বৃষ্টি
আবহাওয়া দফতরের তরফে এদিন সৌরাষ্ট্র ও কচ্ছ এলাকায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানকার সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৩৮ ডিগ্রিতে পৌঁছে গিয়েছে। ওড়িশা, ছত্তিশগড়, কেরলের অনেক জায়গাতেই তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৩৭ ডিগ্রি সেলসিয়াসে। বিচ্ছিন্নভাবে হাল্কা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে পশ্চিম মধ্যপ্রদেশে ১৩ থেকে ১৫ মার্চের মধ্যে। গুজরাত, মধ্য মহারাষ্ট্র, মারাঠাওয়াড়ায় ওই পরিস্থিতি তৈরি হতে পারে ১৩-১৫ মার্চের মধ্যে। পূর্ব মধ্যপ্রদেশ, বিদর্ভ এবং ছত্তিশগড়ে এই পরিস্থিতি তৈরি হতে পারে ১৪ ও ১৫ মার্চ নাগাদ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল ২০.৩ (১৯.৫)
বহরমপুর ১৮.৬ (১৯)
বাঁকুড়া ২০.১ (১৮.১)
বর্ধমান ১৯ (১৮)
কোচবিহার ১৬.৬ (১৬.৩)
দার্জিলিং ৯.২ (৯.৮)
কালিম্পং ১২ (১৩)
দিঘা ২০.৩ (১৯.৮)
কলকাতা ২১.৮ (২৩)
দমদম ২১.৬ (২২.২)
কৃষ্ণনগর ১৫.৬ (১৭.৮)
মালদহ ২১.৪ (২২.৫)
মেদিনীপুর ২০.৬ (২০.৩)
শিলিগুড়ি ১৬.১ (১৬.৭)
শ্রীনিকেতন ১৮.২ (১৯.৪)
সুন্দরবন ১৭.৫ (২১.৬)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.২)
বহরমপুর (৩৩.২)
বাঁকুড়া (৩২.৪)
বর্ধমান (৩৪.৫)
কোচবিহার (৩৩.২)
দার্জিলিং (১৯.৫)
কালিম্পং (২৪.৫)
দিঘা (৩৩)
কলকাতা (৩২.১)
দমদম (৩১.৬)
কৃষ্ণনগর (৩৪)
মালদহ (৩৪.১)
মেদিনীপুর (৩০.৬)
শিলিগুড়ি (৩৫)
শ্রীনিকেতন (৩১.৪)
সুন্দরবন (৩২.৫)