TMC win: ‘প্রভাব’ নেই সাগরদিঘির, জলপাইগুড়ি কো অপারেটিভ ব‍্যাঙ্কের ভোটে জিতল তৃণমূল

Advertisement

জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব‍্যাঙ্কের পরিচালন কমিটির নির্বাচনে জয়ী হল তৃণমূল। সাগরদিঘির কোনও প্রভাবই পড়েনি নির্বাচনে। ব্যাঙ্কের সব কটি আসনেই জয়লাভ করেছে শাসক। বিজেপির দাবি নির্বাচনের নামে প্রহসন হয়েছে।

সাগরদিঘি উপনির্বাচনের প্রভাব কি জেলার একটি কোঅপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনে পড়তে পারে? খুব স্বাভাবিক ভাবে এই প্রশ্ন উঠতে পারে। তবে শাসকদল সেই শঙ্কার কথা একেবারেই উড়িয়ে দেয়নি। ব্যাঙ্কের চেয়ারম্যান হিসাবে জয়ী তৃণমূল নেতা সৌরভ চক্রবর্তীর কথায়,’সাগরদিঘি নির্বাচনের পর এই নির্বাচন আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল। কারণ, এখানে ডান-বাম-বিজেপি এক জোট হয়ে এখানে লড়াই করছে। তবে আবারও প্রমাণ হল মানুষ আমাদের সঙ্গে রয়েছে। ২ লক্ষ ২৪ হাজার ভোটের বেশির ভাগ আমরা পেয়েছি।’

এই নির্বাচনে সৌরভ চক্রবর্তী-সহ সাত জন ডিরেক্টর নির্বাচিত হয়েছেন। এছাড়া ব্যাঙ্কে ৪৫০টি সোসাইটির মধ্যে সবগুলিতে বিপুল ভোটে জয়লাভ করেছে তৃণমূল প্রার্থীরা। সৌরভ বলেন,’আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়ি ও মেখলিগঞ্জ-সহ প্রতিটি এলাকা‌তেই সাফল্য পেয়েছি আমরা। মোট চারটি লোকসভা ও ১৭টি বিধানসভা কেন্দ্রের বেশিরভাগ‌ই বিজেপি‌র দখলে রয়েছে। তা সত্ত্বেও সমবায় ব‍্যাঙ্কের নির্বাচনে তৃণমূল প্রার্থী‌রাই জিতেছে। এর প্রভাব পঞ্চায়েত নির্বাচনে পড়বে।’

বিজেপি অবশ্য এই দাবি মানতে নারাজ। দলের জেলা কমিটির সম্পাদক শ্যাম প্রসাদ বলেন, ‘নির্বাচনের নামে প্রহসন হয়েছে। আগে থেকে সবকিছু ঠিক করা ছিল কারা ব্যাঙ্কের পরিচালন সমিতিতে বসবে। সেটাই হয়েছে।’

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।