Parambrata Chatterjee: ‘Lady Comes Home’- দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় মহিলা এল বাড়িতে, ‘সৌমিত্রজেঠুকে’ মিস করছেন পরম

Advertisement

১০ মার্চ কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল জয় ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। কলকাতার বুকে জাঁকজমক অনুষ্ঠানের মধ্যে দিয়েই অনুষ্ঠিত হল এটি। বিভিন্ন বিভাগে ইন্ডাস্ট্রির নতুন পুরনো বহু শিল্পী পেলেন বহু সম্মান। এই অনুষ্ঠানেই ক্রিটিক্স চয়েজ অ্যাওয়ার্ড পেলেন পরমব্রত চট্টোপাধ্যায়। তিনি সেরা ছবির পুরস্কার পান অভিযানের জন্য।

ফিল্মফেয়ার জেতার পর পুরস্কারের ছবি দিয়ে আবেগঘন পোস্ট করলেন পরমব্রত। জানালেন ‘মহিলা বাড়িতে এল।’ আর কী লিখলেন তিনি?

ফেসবুকে এদিন অভিনেতা তাঁর প্রোফাইলে পুরস্কারের একটি ছবি পোস্ট করে লেখেন, ‘অনেক কিছু লিখব ভেবেছিলাম। নানা বাহারি ভাবনা ছিল। কিন্তু দেখলাম কিছুই ঠিক ফিট করল না। তাই সাদামাটা রাখছি গোটা বিষয়টা।’ তিনি এই পোস্টে আরও লেখেন, ‘ইনস্ট্যান্ট সফলতা ভালো। আমরা সবাই ভালোবাসি, সেটা চাই। কিন্তু কিছু সফর থাকে যা আজীবন ধরে সেলিব্রেট করে যেতে হয়। সেগুলো রেখে দিতে হয়। এটাও তেমন। বাড়িতে মহিলা এল।’


এই পোস্টে অভিনেতা জানান তিনি প্রয়াত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়কে মিস করছেন। বর্তমান ফেলুদা এককালীন পর্দার ফেলুদাকে নিয়ে লেখেন, ‘সৌমিত্র জেঠু আমি জানি তুমি সব দেখছ। ধন্যবাদ। আমি তোমায় মিস করছি। ধন্যবাদ ফিল্মফেয়ার এই সম্মানের জন্য।’

অভিনেতা যেমন নিজের জয় নিয়ে উচ্ছ্বাস দেখিয়ে পোস্ট করেন। তেমনই তিনি শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে শুভেচ্ছা জানান ক্রিটিক্স চয়েজে সেরা অভিনেত্রীর পুরস্কার পাওয়ার জন্য। বৌদি ক্যান্টিন ছবির জন্য তিনি এই পুরস্কার পেয়েছেন। যীশু সেনগুপ্তকেও শুভেচ্ছা জানান অভিযান ছবির জন্য ক্রিটিক্স চয়েজে সেরা অভিনেতা পুরস্কার পাওয়ার জন্য।

তবে কেবল একা পরমব্রত চট্টোপাধ্যায় নন। শৈবাল মিত্র তাঁর ছবি এ হোলি কনস্পিরেসির জন্য ক্রিটিক্স চয়েজে সেরা ছবির পুরস্কার পেয়েছেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।