Modi-Mamata: কর বাবদ রাজ্যের প্রাপ্য মেটালো মোদী সরকার, আবার লক্ষ্মীলাভ করল বাংলা

Advertisement

আবাস যোজনা থেকে সড়ক যোজনার টাকা বাকি রেখেছে কেন্দ্রীয় সরকার। এমনকী একশো দিনের কাজের টাকাও বারবার বলা সত্ত্বেও ছাড়েনি নরেন্দ্র মোদীর সরকার। কিন্তু এই অভিযোগের মধ্যেই রাজ্যকে আবার টাকা পাঠাল কেন্দ্র। কর বাবদ রাজ্যগুলির যে টাকা প্রাপ্য হয় সেই টাকার মার্চ মাসের বরাদ্দ মিটিয়ে দিল মোদী সরকার। তার জেরে বাংলা পেল ১০ হাজার ৬৪২ কোটি টাকা। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং নাগাল্যান্ড–সহ অন্যান্য রাজ্যও পেয়েছে এই টাকা। তবে পরিমাণের তারতম্য রয়েছে।

পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যকে এই টাকা দিচ্ছে কেন্দ্র। ফলে বারবার বাংলাকে টাকা না দেওয়ার জন্য বঙ্গ–বিজেপির নেতাদের লেখা চিঠি তেমন কাজে এল না বলে মনে করা হচ্ছে। এই আবহেই বাংলা টাকা দিল মোদী সরকার। কর বাবদ রাজ্যগুলির যে টাকা প্রাপ্য, সেই টাকার মার্চ মাসের বরাদ্দ মিটিয়ে দিল কেন্দ্রীয় সরকার। বাংলা পেল মোট ১০ হাজার ৬৪২ কোটি টাকা। যা উন্নয়নের কাজে লাগবে। এটা রাজ্যের প্রাপ্য ছিল।

এদিকে এখন বঙ্গ–রাজনীতিতে নয়া সংযোজন হয়েছে বকেয়া ডিএ বা মহার্ঘভাতা। এই নিয়ে আন্দোলনে নেমেছেন সরকারি কর্মচারীদের একাংশ। ‘‌আমার গলা কেটে ফেললেও এখন এর থেকে বেশি ডিএ দেওয়া যাবে না, কোথা থেকে এত টাকা পাব?’‌ কেন্দ্রকে নিশানা করে বলেছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, ‘‌কেন্দ্র টাকা দিচ্ছে না, বঞ্চনা করছে। জিএসটির জন্য কেন্দ্র টাকা পাচ্ছে। কিন্তু জিএসটি বাবদ রাজ্যের টাকা দিচ্ছে না।’‌ তবে এবার মার্চে মাসের বরাদ্দ হিসেবে কর বাবদ টাকা পেল সমস্ত রাজ্যই।

অন্যদিকে রাজ্য সরকারি কর্মচারীদের নয়াদিল্লি গিয়ে আন্দোলন করতে বলেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল বজবজ থেকে এই কথা বলেন তিনি ডিএ প্রসঙ্গে। তারপরই বাংলা পেল মোট ১০ হাজার ৬৪২ কোটি টাকা। মার্চ মাসেই বাংলার জন্য শিক্ষাখাতে ২ হাজার ৬৫০ কোটি বরাদ্দ করেছিল কেন্দ্রীয় সরকার। চলতি বছরের জুন মাস থেকে কিস্তির ভিত্তিতে টাকা জমা পড়বে বলে খবর। এমনকী, শর্তসাপেক্ষেই বাংলায় আবাস যোজনায়ও টাকা বরাদ্দ করেছে কেন্দ্র। মোট ১১ লাখ বাড়ি তৈরির জন্য ৮,২০০ কোটি টাকা। তবে আরও টাকা বাকি।

আর কী জানা যাচ্ছে?‌ ২০২২ সালের ৫ নভেম্বর রাজ্যে এসেছিল বকেয়া ৯৯৫ কোটি টাকা। প্রায় পাঁচ মাস পর বকেয়া টাকা পেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কেন্দ্রের কাজ থেকে সর্বশিক্ষা অভিযানের ৯৫৫ কোটি টাকা পেয়েছিল রাজ্য সরকার। পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে দু’‌দফায় টাকা দিল কেন্দ্রীয় সরকার। তবে এখনও ১০০ দিনের কাজের টাকা বকেয়া রেখেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, ‘‌করের নিয়ম অনুযায়ী রাজ্য টাকা পেয়েছে। বকেয়া টাকাই দেওয়া হয়েছে। এটা কোনও বিশেষ ব্যাপার নয়। ৪১ শতাংশ মোট কর রাজ্য থেকে নিয়ে যায় কেন্দ্র। তার একটা অংশ নিয়ম অনুযায়ী আমরা পাই।’‌

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।