Mayar Jonjal-Tu Jhoothi Main Makkaar | বাংলার হলে বলিউড-দাপট! রণবীরের ছবির জন্য় কোণঠাসা মায়ার জঞ্জাল, ক্ষুব্ধ পরিচালক

Advertisement

কলকাতা: হিন্দি ছবির প্রতি পক্ষপাতিত্ব করে কলকাতার প্রেক্ষাগৃহগুলি। ঠাঁই হয় না বাংলা ছবির। ‘পাঠান’-এর মুক্তির আগে এ হেন অভিযোগ তুলেছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্য়ায়। এ বার একই সুর নির্দেশক ইন্দ্রনীল রায়চৌধুরীর কণ্ঠে। রণবীর কাপুরের ছবির জন্য় কোণঠাসা তাঁর ‘মায়ার জঞ্জাল’। একটি ভিডিওর মাধ্য়মে উষ্মা প্রকাশ করে এমনটাই জানিয়েছেন তিনি।

ইন্দ্রনীল জানান, মুক্তির প্রথম সপ্তাহে নন্দনে ‘মায়ার জঞ্জাল’ ভাল সাড়া পেলেও মাল্টিপ্লেক্সে বিশেষ ছাপ ফেলতে পারেনি। তবে দ্বিতীয় সপ্তাহে নাকি সেখানেও ভাল ব্য়বসা করছিল ছবিটি। কিন্তু তাল কাটে তার পরেও। কিন্তু সেই সপ্তাহেই মুক্তি পায় রণবীর কাপুুর এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ‘তু ঝুটি ম্য়ায় মক্কার’। ফলে বক্স অফিসের দৌড়ে ইন্দ্রনীলের ছবির সঙ্গেই সামিল হয় লাভ রঞ্জন পরিচালিত এই রমকমটি।

কলকাতায় দুই ছবির অসম প্রতিযোগিতা নিয়ে অভিযোগ তোলেন ইন্দ্রনীল। পরিচালক জানান, রণবীরের ছবিটি কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলি মিলিয়ে মোট ৩৫০টি শো পেয়েছে। অথচ বাংলা ছবিগুলির ভাগে এসেছে সাকুল্য়ে ১২-১৫টি শো। পরপর বেশ কয়েকটি হিন্দি ছবি ব্য়র্থ হয়েছে। তার পরেও বাংলায় বলিউডের ছবির বেশি শো পাওয়ার কারণ কী? প্রশ্ন তোলেন ইন্দ্রনীল। তিনি মনে করেন, হিন্দি ছবির প্রতি এই পক্ষপাতের নেপথ্য়ে শুধু বাণিজ্য়ই নয়, রয়েছে অন্য কারণ।

আরও পড়ুন: মৌনী-অরিত্রর হাত ধরে বাজিমাত ‘ডান্স বাংলা ডান্স’-এর! রিয়্যালিটি শো-এর টিআরপি যুদ্ধে কে কোথায় জেনে নিন

আরও পড়ুন- জগদ্ধাত্রী ফিরে পেলে তার হারানো স্থান! কিন্তু সেরার সেরা কে? দেখে নিন বাংলা মেগার টিআরপি তালিকার সেরা দশ

ক্ষোভ প্রকাশ করে পরিচালক বলেন, “মনে পড়ে যাচ্ছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি পশ্চিমবঙ্গে বা বৃহত্তর বাংলায় যে ভাবে নীল চাষ যে ভাবে করত, প্রায় সেই একই যুক্তিতে, একই পদ্ধতিতে এরা হিন্দি ছবির ব্য়বসা করতে এখানে এসেছে।”

 

ইন্দ্রনীল মনে করেন, প্রাইম টাইম-সহ রাজ্য়ের ৫০ শতাংশ স্ক্রিন বাংলা ছবির দখল করে রাখার প্রয়োজন। উদাহরণস্বরূপ তিনি বলেন, “মরাঠি ছবি এই কাজটাই ১৫ বছর আগে করেছিল। তার ফলে আজ মরাঠি ছবি ১০০ কোটি টাকার ব্য়বসা করছে।”

বাংলা ছবির স্বার্থে তাই বাংলার ছবি নির্মাতাদের এগিয়ে আসার বার্তা দিয়েছেন ইন্দ্রনীল। বলেছেন বাংলা ছবিকে বলিউডের সমান গুরুত্ব দেওয়ার কথা।

Published by:Sanchari Kar

First published:

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।