Bhangar TMC: নজরে পঞ্চায়েত, ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে শওকত মোল্লাকে দায়িত্ব তৃণমূলের

Advertisement

ভাঙড়ে গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে আরাবুল-কাইজারদের নিয়ে ভবানীপুরে বৈঠক করলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এই বৈঠকে হাজির ছিলেন ক্যানি পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তাঁকেই দলের তরফে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। বিধায়ক সঙ্গে যোগাযোগ রেখে এলাকায় দলের কাজকর্ম চালাবেন আরাবুল ইসলাম ও কাইজার আহমেদরা।

ভাঙড়ে বিভিন্ন সময় গোষ্ঠীদ্বন্দ্বের কারণে দলকে অস্বস্তিতে পড়তে হয়। সামনে পঞ্চায়েত নির্বাচন, তার আগে গোষ্ঠীদ্বন্দ্ব অব্যাহত থাকলে ভোটের ফলে তার প্রভাব পড়বে। সেই আশঙ্কায় দ্বন্দ্ব মেটাতে তৎপর দল। এদিন প্রায় দু’ঘণ্টা ধরে সকলের সঙ্গে বৈঠক করেন সুব্রত বক্সি। প্রত্যেকের অভাব অভিযোগ শোনেন। কোনও গোষ্ঠীদ্বন্দ্ব আগামী দিনে বরদাস্ত করা হবে না বলে তিনি জানিয়ে দেন।রাজ্য সভাপতি নির্দেশ দেন শওকত মোল্লার সঙ্গে সমন্বর রেখে এলাকায় কাজ করতে বলেন।

পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাই নিয়েও কড়া বার্তা দেন তিনি। তাদের বলেন, দলই পঞ্চায়েতে প্রার্থী ছিক করে দেবে। স্থানীয় নেতাদের পরামর্শ শোনা যেতে পারে। তবে সেটাই শেষ কথা নয়। দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সাগরদিঘির হারের পর নড়েচড়ে বসেছে তৃণমূল। বিশেষত, সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে যথেষ্ট চিন্তায় দল। তা ছাড়া ভাঙড়ে আইএসএফ-কে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনাবলীর প্রভাব যাতে পঞ্চায়েত নির্বাচনে না পড়ে তা নিয়েও তৎপর দল। এই অবস্থায় ভাঙড়ে সব গোষ্ঠীকে সঙ্গে নিয়ে বৈঠক করলেন সুব্রত বক্সি।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।