‘হস্তশিল্পীরাই হলেন দেশের বিশ্বকর্মা,’ তাঁদের উন্নতির উপর বিশেষ জোর দিলেন মোদী

Advertisement

শিল্প উন্নয়নের কাজে নিয়োজিত ব্য়ক্তিদের প্রতি অন্তরের শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন, ঐতিহ্যবাহী হস্তশিল্প, গ্রামে একেবারে তৃণমূলস্তরে থাকা হস্তশিল্পীদের অবস্থার উন্নতি দেশের উন্নতিতে একটা বড় ভূমিকা নেয়।

 বাজেট পরবর্তী দ্বাদশ তথা শেষ ওয়েবিনারে অংশ নিয়েছিলেন মোদী। সেখানে তিনি জানিয়েছেন, দক্ষ শিল্পীরা আত্মনির্ভর ভারতের প্রতীক। তিনি জানিয়েছেন, ছোট শিল্পীরা স্থানীয়স্তরে নানা সামগ্রী তৈরির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। আমাদের সরকার তাঁদেরকে নতুন ভারতের বিশ্বকর্মা বলে মনে করে। 

২০২৩  সালের ১ ফেব্রুয়ারি পিএম বিশ্বকর্মা কৌশল সম্মান যোজনা(পিএম বিকাশ) ঘোষণা করা হয়েছিল। ২০২৩-২৪ এর বাজেট ঘোষণার সময়ই এই বিশেষ প্রকল্পের কথা ঘোষণা করা হয়। গ্রামাঞ্চলে একেবারে তৃণমূল স্তরে যে শিল্পীরা কাজ করছেন তাঁদের উন্নতির উপর বিশেষভাবে জোর দেওয়া হয়। এর মাধ্যমে শুধু অর্থনৈতিক সাপোর্ট দেওয়া হচ্ছে তেমনটাই নয়, এর মাধ্যমে MSME শৃঙ্খলকেও রক্ষা করা হচ্ছে। মোদী জানিয়েছিলেন, এই প্রকল্পের উদ্দেশ্য় হল ঐতিহ্যবাহী শিল্পীদের উন্নত করা, তাদের সমৃদ্ধ ইতিহাসকে বজায় রাখা।  এর সঙ্গেই তিনি নতুন যুগের বিশ্বকর্মাদের প্রতি তাঁর শ্রদ্ধা জ্ঞাপন করেছিলেন।

এর সঙ্গেই মোদী জানিয়েছেন, শিল্পীদের শ্রদ্ধা জানানোর প্রতি ভারতের একটি অতীত ঐতিহ্য় রয়েছে. কাঠমিস্ত্রি, লোহার কারিগর, ভাস্কর, রাজমিস্ত্রি সহ বিভিন্ন ক্ষেত্রে কর্মরত শিল্পী ও মিস্ত্রিদের কথা তুলে ধরেন তিনি। 

মহাত্মা গান্ধীর গ্রাম স্বরাজ অর্থাৎ গ্রামস্তরেই আত্মনির্ভরতার কথা তুলে ধরেন তিনি। ভারতের উন্নয়নের জার্নিতে গ্রামের প্রতিটা স্তরকে উন্নয়নের উপরেও জোর দেন তিনি। তিনি উল্লেখ করেন কৃষির প্রতি আমরা যেমন বিশেষ নজর দিই তেমনি এই শিল্পক্ষেত্রের উপরেও বিশেষ নজর দেওয়া দরকার। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উল্লেখ করেন, কর্পোরেট কোম্পানি প্রতিযোগিতামূলক দামে ভালো মানের সামগ্রী পাবে। ব্য়াঙ্কের টাকা এমন জায়গায় বিনিয়োগ হওয়া দরকার যেখানে বিশ্বাস রাখা সম্ভব। এর সঙ্গেই ই কমার্স মডেলের মাধ্যমে স্টার্ট আপ ব্যাবসাগুলো শুরু করা যেতে পারে। উন্নত প্রযুক্তি, ডিজাইন, প্য়াকেজিং, ফিনান্সিংয়ের মাধ্যমে এই গ্রামীন হস্তশিল্পগুলিকে উন্নত করা যেতে পারে। পিএম বিশ্বকর্মা স্কিমের মাধ্য়মে প্রাইভেট সেক্টরের সঙ্গেও একযোগে স্থানীয় স্তরে শিল্পীদের উন্নতি করা যেতে পারে। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।