মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ের নতুন গান – ‘মা কে দিল সে’ মাতৃত্বের সারমর্ম তুলে ধরে। এর আগেই মুক্তি পেয়েছিল “শুভ শুভ” গানটি। এই গানের সাফল্যের পর ফের মুক্তি পেল রানী মুখার্জি-অভিনীত “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে” এর নতুন গান “মা কে দিল সে”। এই হৃদয়স্পর্শী গানটি নারী দিবসের একটি বিশেষ উদযাপন হিসাবে প্রকাশ করা হয়েছে ।
কাউসার মুনিরের লেখা এই গানে রানী মুখোপাধ্যায় একজন মা এবং তার সন্তানের মধ্যে অটুট বন্ধনকে সুন্দরভাবে চিত্রিত করেছেন । “মা কে দিল সে” গানটি গেয়েছেন জাভেদ আলী এবং দীপাক্ষী কলিতা এবং এই হৃদয়স্পর্শী গানে সুর দিয়েছেন অমিত ত্রিবেদী।
আরও পড়ুন: জাদুঘরে ডোনা গঙ্গোপাধ্যায়ের অনুষ্ঠান! সৌরভ-জায়ার নাচে মুগ্ধ তিলোত্তমা
গানটি সম্পর্কে কথা বলতে গিয়ে রানি মুখার্জি জানিয়েছেন, ‘মা কে দিল সে সাম্প্রতিক সময়ে আমার শোনা সেরা গানগুলির মধ্যে একটি। এই গান মা-সন্তানের সম্পর্ককে সুন্দরভাবে সংজ্ঞায়িত করে। প্রথমবার যখন আমি গানটি শুনলাম, তখন আমি খুব খুশি হয়েছিলাম। কাউসারের লেখা এই শুধু আমার মা এবং আমার সন্তানের কথা মনে করিয়ে দেয় এবং একটি কন্যা থেকে একজন মা হওয়া পর্যন্ত আমার যাত্রার কথা মনে করিয়ে দেয়। গানটির মূল বিষয়বস্তু হল হল একজন মা যেমন তাঁর সন্তানের জন্ম দেন। তেমনই এক শিশু মায়ের জন্ম দেয়।’
গানটি তার মাকে উৎসর্গ করে রানী বলেন, ” গানটি নারী দিবসে মুক্তি পাচ্ছে কারণ একজন নারী হিসেবে আমার জীবন মা হওয়ার পর সম্পূর্ণ বদলে গেছে। আমি এটি আমার মাকে উৎসর্গ করতে চাই । যিনি বছরের পর বছর ধরে আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।
তিনি আরও যোগ করেন, ‘আমি মনে করি এটি কাউসারের লেখা সেরা গানগুলির মধ্যে একটি এবং অমিত একটি সম্পূর্ণ নতুন আবেগপূর্ণ সুর দিয়েছেন, এই গানটি শুনলে সত্যিই হৃদয় ছুঁয়ে যায়।
আরও পড়ুন: দর্শকমহলে মিশ্র প্রতিক্রিয়া! ২য় দিনে রণবীর-শ্রদ্ধার ‘তু ঝুটি…’-র ভাঁড়ারে কত?
জাভেদ আলী এবং দীপাক্ষী কলিতা তাদের কন্ঠের গভীরতা ও আবেগের মাধ্যমে গানের কথাগুলিকে অন্য মাত্রায় পৌঁছে দিয়েছেন। গানটি চলচ্চিত্রের দৃশ্যপটে সত্যিই উপযুক্ত এবং এটি গল্পের প্লটের সঙ্গে মসৃণভাবে যায় এবং চলচ্চিত্রের চিত্রনাট্য মুহুর্তগুলিতে অনেক সাফল্যের সঙ্গে সংযোগ স্থাপন করে। চলচ্চিত্রের জন্য এর চেয়ে ভাল গান আর হতে পারে না।
প্রখ্যাত গীতিকার কাউসার মুনীর বলেন, ‘গানটির আইডিয়াটি রানী মুখার্জির মাতৃত্বের স্মৃতি থেকে, কারণ এটি ‘এক বাচ্চা এক মা কো জনম দিতে হ্যায়’ লাইন থেকে অনুপ্রাণিত। এই আলো দিয়ে, আমি আমার মাতৃত্বের অভিজ্ঞতাকে জাগিয়ে তুলতে পেরেছি এবং কবিতায় তুলে ধরতে পেরেছি। আগামী ১৭ মার্চ মুক্তি পাচ্ছে আশিমা চিব্বার দ্বারা পরিচালিত “মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bollywood, Entertainment