বিজেপি-সিপিএম-কংগ্রেসকে বান্ডিলে প্যাক করে দক্ষিণশ্বের তর্পণ করব, হুঙ্কার মদনের, Madan Mitra slams BJP, Congress and Left Front and gives message to end this illegal alliance.

Advertisement

বিরোধীদের অশুভ আঁতাত নিয়ে সরব হন কামারহাটির মঞ্চ থেকে। বিজেপি,সিপিএম ও কংগ্রেসের অশুভ আঁতাতের বিরুদ্ধে কামারহাটিতে ধিক্কার মিছিল করেন বিধায়ক মদন মিত্র।

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News
Advertisement

বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে একযোগে নিশানা করলেন মদন মিত্র। তিন পার্টির অনৈতিক জোটকে কীভাবে শেষ করতে হয়, তা জানিয়ে দিলেন তিনি। নিজের বিধানসভা কেন্দ্র উত্তর ২৪ পরগনার কামারহাটি থেকে তিনি গর্জে উঠলেন বিজেপি, সিপিএম ও কংগ্রেসের বিরুদ্ধে। তিন পার্টির কী অবস্থা তিনি করবেন, তাও জানিয়ে দিলেন দরাজ কণ্ঠে।

এদিন তিনি বিরোধীদের অশুভ আঁতাত নিয়ে সরব হন কামারহাটির মঞ্চ থেকে। বিজেপি,সিপিএম ও কংগ্রেসের অশুভ আঁতাতের বিরুদ্ধে কামারহাটিতে ধিক্কার মিছিল করেন বিধায়ক মদন মিত্র। তারপর তিনি বিরোধী তিন দলকেই হুঁশিয়ারি দেন। মিছিল শেষে কামারহাটির সভা থেকে তিনি গর্জে ওঠেন।

বিজেপি-সিপিএম-কংগ্রেসকে বান্ডিলে প্যাকের হুঙ্কার মদনের

কামারহাটির সভায় বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, “বিজেপি, কংগ্রেস ও সিপিএম মনে রাখবেন, এই তিনজনকে বান্ডিলে প্যাক করে প্রয়োজনে দক্ষিনেশ্বরের গঙ্গায় বিসর্জন দেব। তিনজনকে বান্ডিল করে কীভাবে তর্পণ করতে হয়, তা আমাদের জানা আছে। বেশি বাড়াবাড়ি করলে এবার সেই কাজটাই করতে হবে।”

এদিন তিনি নাম না করে প্রদেশ যুব কংগ্রেসের নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকেও একহাত নেন। তৃণমূলকে শাসন ক্ষমতা থেকে হটানোর প্রতিজ্ঞা করে ন্যাড়া হয়েছিলেন কৌস্তভ। এদিন মদন বলেন, “ন্যাড়া করতেও আমরা জানি। ন্যাড়া হয়ে আমাদেরকে ভয় দেখাবেন না।”

এদিন শুধু বিজেপি, সিপিএম ও কংগ্রেসকে আক্রমণ করেই ক্ষান্ত হননি কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি এদিন রাজ্য পুলিশকেও একহাত নেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গ পুলিশকে বলছি, আপনারা মাঝে মাঝে ভুলে যান তৃণমূল কংগ্রেস শাসকদল। ব্যারাকপুর কমিশনারেটের পুলিশ জেনে রাখুন, আমরা কিন্তু বাংলা চালাই। সিপিএম ও বিজেপিকে আপনারা বাবা বলে ভাবলেও, ওরা কিন্তু বাবা নয়।”

বিজেপি-সিপিএম-কংগ্রেসকে বান্ডিলে প্যাকের হুঙ্কার মদনের

তিনি বলেন, পুলিশের মধ্যে চর রয়েছে। বিজেপি বাংলার বাজার গরম করলে কীভাবে ঠান্ডা করতে হয় তৃণমূলের কাছে সেই মন্ত্রও আছে। তৃণমূল যদি মনে করে প্রয়োজনে সেই মন্ত্র প্রয়োগ হবে। শুধু বিজেপি নয়, সিপিএের উদ্দেশেও তিন তোপ দাগেন। মদন মিত্র পুলিশকে নিশানা করেই বলেন, কদিন আগে পুরসভার ঠিক আগে ৫০টি মাইক লাগিয়ে সিপিএম মিটিং করল। তখন আপনাদের চোখে পড়ল না। এখন উল্টোদিকে মুখ ঘুরিয়ে হাসছেন। আমি সব পুলিশ নয়, পুলিশের একাংশ বিরোধীদের সঙ্গে হাত মিলিয়ে এসব করছে বলে তিনি অভিযোগ করেন।

  • মদন-বাণে এবার নিশানায় দলের ‘কাঁকর’-রা! পঞ্চায়েত নির্বাচনের আগে বিশেষ বার্তা
  • ফের বোমা উদ্ধার উত্তর ২৪ পরগনায়, মদন মিত্রের এলাকা কামারহাটিতে মিলল ২৫টি তাজা বোমা
  • তৃণমূল কর্মীদের অস্ত্র প্রশিক্ষণের নিদান মদন মিত্রের , পাল্টা গ্যাংস্টার বলবে কটাক্ষ দিলীপের
  • ভোটার তালিকাতে নাম তোলা নিয়ে বিস্ফোরক তৃণমূল বিধায়ক! মদনের মন্তব্যে হইচই রাজনীতিতে
  • ‘থ্রেট করছি না, রাস্তায় সাবধানে চলাফেরা করবেন’, নন্দকুমারের বাম-বিজেপি জয়ের প্রসঙ্গ টেনে হুঁশিয়ারি মদনের
  • ‘পঞ্চায়েতে ৭০ শতাংশ আসনেই মনোনয়ন দিতে পারবে না’, বাঁকুড়ায় হুঙ্কার মদন মিত্রের
  • ‘সাফারি-স্যুটের রাজনীতি করেন না’, তাপসের পাশে দাঁড়িয়ে সুদীপকে সুখী নেতা কটাক্ষ মদনের
  • নির্দোষকে ফাঁসানো হলে আগুন জ্বলবে, বিজেপিকে হুঁশিয়ারি মদন মিত্রের
  • শোভন-বৈশাখীর ফ্ল্যাটে হঠাৎ আবির্ভাব তৃণমূল বিধায়ক মদন মিত্রের, কোন সমীকরণ নেপথ্যে
  • দিলীপ-শুভেন্দুর ছবিতে মালা দিয়ে তর্পণ, প্রকাশ্যে মদন মিত্রের সমালোচনা বিধানসভার স্পিকারের
  • মহালয়ার তর্পণেও চমক মদন মিত্রের, দিলীপ-শুভেন্দুর ছবিতে মালা দিয়ে কিসের ইঙ্গিত দিলেন তৃণমূল বিধায়ক
  • বোমা মারার হুমকি মদন মিত্রের, শুভেন্দুকে নিশানা করে কী বললে তৃণমূল বিধায়ক

English summary

Madan Mitra slams BJP, Congress and Left Front and gives message to end this illegal alliance.

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।