কলকাতা: বিধান সরণিতে হাতিবাগানের কেএমসি অফিসের উল্টো দিকে স্টার থিয়েটার। তার থেকে কয়েক মিটার দূরত্বে খুব খারাপ অবস্থায় পড়ে আছে নটী বিনোদিনীর নামাঙ্কিত ফলক। পাখির বিষ্ঠা, পানের পিক-ধুলোয় অপরিচ্ছন্ন হয়ে রয়েছে সেটি। তার বেশ কিছুটা অংশ ভেঙেও গিয়েছে। আর তা দেখেই সরব অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
নাট্যমঞ্চে নক্ষত্রদের কথা বললে যে নামগুলি মনে আসে, তাঁদের মধ্যে অন্যতম হল নটী বিনোদিনী। যে সময় মহিলাদের নাটকে অভিনয়কে মান্যতা দেওয়া হত না, সেই সময় সমাজের সমস্ত বাধা ভেঙে মঞ্চে এসে দাঁড়িয়েছিলেন ১২ বছর বয়সের বিনোদিনী দাসী। কলকাতা ন্যাশনাল থিয়েটারের হাত ধরে তাঁর অভিনয় জীবনের শুরু। তারপর গিরিশ ঘোষের শিক্ষায় জীবনের নানা ওঠা-পড়ার মধ্যে দিয়ে তিনি হয়ে উঠেছেন বাংলা নাট্য জগতের অন্য়তম সফল অভিনেত্রী।কলকাতার রাজা বাগান স্ট্রিটের ১১ নম্বর ওয়ার্ডে নটী বিনোদিনীর বাড়িও আছে।
আরও পড়ুন- ‘হরগৌরী’-র ঐশানী এখন বড়পর্দায়! ‘ঘাসজমি’-তে অভিনয়ের জন্য মেগা ছাড়লেন? জানুন
বিনোদিনী দাসীর চরিত্রে তিনি অভিনয় করেছেন মঞ্চে। তাঁকে নিয়ে আগাগোড়াই আবেগঘন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী। ৮ মার্চ সুদীপ্তা চক্রবর্তী মঞ্চস্থ করেছেন ‘নটী বিনোদিনী’র জীবনের ঘটনার অবলম্বনে ‘বিনোদিনী অপেরা’। সেখানে বিনোদিনী দাসীর চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। কিন্তু সম্প্রতি অভিনেত্রীর কাছে তাঁর শিক্ষিকা মারফত এসে পৌঁছয় ফলকের ছবিটি। সেটির দুরবস্থা দেখে ব্য়র্থ অভিনেত্রী।
আরও পড়ুন- অনুপম খের হারালেন তাঁর সবচেয়ে প্রিয় বন্ধুকে, টাইমলাইন জুড়ে রইল অনুপম-সতীশের নিখাদ বন্ধুত্বের ভিডিও
ফেসবুকে নটী বিনোদিনীর ফলকের এই চূড়ান্ত অনাদরের ছবি ভাগ করে নিয়েছেন সুদীপ্তা। প্রশ্ন তুলেছেন, ‘আমরা কি সত্যিই আত্মবিস্মৃত জাতি নই?’ তিনি আরও লেখেন, ‘ওয়্য়াটসঅ্য়াপে আমার শিক্ষিকা পাঠালেন, বিধান সরণিতে হাতিবাগানে কেএমসি অফিসের উল্টো দিকে স্টার থিয়েটারের থেকে কয়েক মিটার দুরে বড় অনাদরে পড়ে আছে নটি বিনোদিনীর নামে এই ফলক। ওঁর কি এটাই প্রাপ্য় ?”
নানা বিষয়ে অভিনেত্রীকে বারবার আওয়াজ তুলতে দেখা গিয়েছে। এক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি। এখন দেখার পালা এই পোস্টটি দেখে প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয় কি না।
কিছুদিনের মধ্যেই বড় পর্দায় আসতে চলেছে নটী বিনোদিনীকে কেন্দ্র করে একটি ছবি। বিনোদিনী দাসীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুক্মিণী মৈত্রকে। তাঁকে বড় পর্দায় সেই চরিত্র ফুটিয়ে তোলার প্রশিক্ষণ দিয়েছেন সুদীপ্তা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tollywood