‘আমি তৃণমূলের লোক’! বিধানসভায় পা দিয়েই কংগ্রেস বিধায়ক কেন বললেন এ কথা , Congress MLA Bayran Biswas says I came from TMC in Assembly to win Sagardighi by election.

Advertisement

কতদিন কংগ্রেসে থাকবেন, হয়তো যোগ দেবেন তৃণমূলে। এই আওয়াজ উঠতেই তিনি জানিয়ে দিয়েছেন, যে যাই বলুক। আমি কেন যোগ দেবো ওদের দলে, আমি তো তৃণমূলেরই লোক!

West Bengal

oi-Sanjay Ghoshal

Google Oneindia Bengali News
Advertisement

সাগরদিঘি উপনির্বাচনে জয়ের পর কংগ্রেস শূন্যের গেরো কাটিয়েছে। কংগ্রেসের একমাত্র বিধায়ক হয়ে বিধানসভায় পা দিয়েছেন বায়রন বিশ্বাস। প্রথম দিনেই কংগ্রেস বিধায়ক মোক্ষম জবাবে জানিয়ে দিলেন, আমি তৃণমূলেরই লোক! কেন একথা বললেন তিনি? না তিনি দলবদলের ভাবনাও মাথায় আনেননি। তবু তিনি এই একটি কথায় সবাইকে চুপ করিয়ে দিয়েছেন।

তৃণমূলের কটাক্ষের জবাব দিয়েছেন বায়রন বিশ্বাস। কংগ্রেসের একমাত্র বিধায়ক তিনি কতদিন কংগ্রেসে থাকবেন, হয়তো যোগ দেবেন তৃণমূলে। এই আওয়াজ উঠতেই তিনি জানিয়ে দিয়েছেন, যে যাই বলুক। আমি কেন যোগ দেবো ওদের দলে, আমি তো তৃণমূলেরই লোক!

‘আমি তৃণমূলের লোক’! বিধানসভায় পা দিয়েই বললেন কংগ্রেস বিধায়ক

বায়রনের ব্যা্খ্যা, তৃণমূল বলছে আমি নাকি বিজেপির ভোটে জিতেছি। কিন্তু আমি বলছি, আমি জিতেছি তৃণমূলের ভোটে। তৃণমূলের মানুষ আমাকে ঢালাও সমর্থন করেছেন। তারা আমাকে লড়াই করার সাহস জুগিয়েছেন। তাই আমি তৃণমূলের লোক। দলবদল করবে কেন, ওসব ভেবে কোনো লাভ নেই।

বায়রন বলেন, মানুষ আমাকে আশীর্বাদ করেছে, তাই আমি জিতেছি। আমার প্রথম কাজ মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা। মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া। মুর্শিদাবাদের উন্নয়ন করতে হবে। আশা করি বিধানসভা আমাকে সেই সুযোগ দেবে। সরকারের কাছ থেকেও সাহায্য পাবো।

তিনি বলেন, এখনও কবে শপথ জানি না। স্পিকার বলেছেন, তিনি এখনও বার্তা পাননি রাজ্যপালের। রাজ্যপালের বার্তা এলেই শপথ গ্রহণ হবে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর সঙ্গে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে যান। আবেদন জানান শপথ গ্রহণের।

অধীর চৌধুরী, সাগরদিঘিতে মডেল করেই কংগ্রেস ও সিপিএম হাঁটছে। আসন্ন সমস্ত নির্বাচনে এটাই হবে পাথেয়। মানুষের জোটেই জয় পেয়েছেন তাঁরা। বাংলার মানুষ চাইছেন তৃণমূল ও বিজেপির পার্টির মোহমুক্তি ঘটাতে। সেজন্য তাঁরা আশ্রয় করেছেন বাম-কংগ্রেসকেই। সাগরদিঘির নির্বাচনের ফলাফলই দেখিয়ে দিয়েছে আগামীর পথ।

অধীর চৌধুরী বলেন, সাগরদিঘির উপনির্বাচনের ফলে দেখা গিয়েছে- বিজেপি ভোট ১০ শতাংশ কমেছে, তৃণমূলের কমেছে ১৭ শতাংশ, কংগ্রেস বেড়েছে ২৮ শতাংশ। এই পরিসংখ্যানেই স্পষ্ট তৃণমূল আর বিজেপির ভোটব্যাঙ্ক ভেঙেই আমাদের ভোটব্যাঙ্ক বেড়েছে। তৃণমূল ও বিজেপি ছেড়ে কংগ্রেসের দিকে ঝুঁকেছেন মানুষ।

এবার সেই সাগরদিঘি মডেলই তৃণমূল ও বিজেপির থেকে মোহমুক্তি ঘটাতে চাইছে মানুষ। কিন্তু শাসকদল তা মানতে চাইছে না। সাধারণ মানুষ মনে করেছেন চোরের দলের থেকে উপযুক্ত দল কংগ্রেস। জোট প্রার্থীই হলেন উপযুক্ত প্রার্থী। তাই জোট প্রার্থীকেই ভোট দিয়েছেন। এটাই সাগরদিঘির উপযুক্ত মডেল।

  • নদী-নালা সব খাচ্ছে! বাংলার মুসলিমদের সম্মান বা মর্যাদা নয় লোভ দেখায় তৃণমূল, বিস্ফোরক অধীর চৌধুরী
  • মুখ্যমন্ত্রীর রাতের ঘুম কেড়ে নেব! চুল ছেঁটে ফেলে হুঁশিয়ারি কৌস্তভের
  • ‘ছেলে তো কোনও টেরোরিস্ট নয়’, কৌস্তভের গ্রেফতারিতে বলছেন ‘গর্বিত’ মা
  • নিয়োগ দুর্নীতির জেরেই কি সাগরদিঘিতে হার তৃণমূলের? পঞ্চায়েত ভোটের অশনি সংকেত নয়তো?
  • জয়ের পিছনে রয়েছে তৃণমূল-বিজেপির ভোটও! সাগরদিঘি জয়ের পরে শাসকদলকে বাংলা ছাড়া করার ডাক অধীরের
  • রাজ্যে সাড়ে আট হাজার স্কুল তুলে দেওয়ার পরিকল্পনা চলছে, মমতাকে নিশানা অধীরের
  • বাংলায় কোনোদিন ৩৫৫ হবে না, অভিনব ব্যাখ্যায় দুই ‘৪২০’-এর উল্লেখ করলেন অধীর
  • নৈরাজ্য আর দুর্নীতির আবহে পঞ্চায়েত ভোট, মমতার হাত থেকে বাংলাকে বাঁচাতে আহ্বান অধীরের
  • সাগরদিঘিতে ভোটের দিনেই কংগ্রেস-বিজেপি প্রার্থীর করমর্দন, গোপন আঁতাতের জবাব দেবেন মানুষ, তোপ অভিষেকের
  • মানুষ ভোট দিলেই খেলা ঘুরবে, সাগরদিঘি উপনির্বাচনে সুর মিলে গেল অধীর-শুভেন্দুর
  • মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসার রাজনীতি করছেন, সাগরদিঘি নির্বাচনের আগে তোপ অধীরের
  • ডিএ নিয়ে মমতার সরকারকে খোঁচা অধীরের, বাংলা ক্রমশ নৈরাজ্যের দিকে এগোচ্ছে

English summary

Congress MLA Bayran Biswas says I came from TMC in Assembly to win Sagardighi by election.

Story first published: Saturday, March 11, 2023, 20:21 [IST]

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।