হারের হ্যাটট্রিকে একেবারে বিধ্বস্ত স্মৃতি মন্ধানার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এখান থেকে ঘুরে দাঁড়ানো খুবই কঠিন। তারকা সমৃদ্ধ দল গড়েও আরসিবির এমন পরিস্থিতি কেউই প্রত্যাশা করেনি। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের কাছে আরও একটা কঠিন লড়াই। উল্টোদিকে, ইউপি ওয়ারিয়র্জ। তারা ২টি ম্যাচ খেলে একটিতে জিতেছে। দু’ দলই যেটা মনে-প্রাণে চাইছে, তাদের অধিনায়ক তথা ওপেনিং ব্যাটাররা রানে ফিরুন। আরসিবি অধিনায়ক স্মৃতি মন্ধানা গত তিন ম্যাচেই ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ। ইউপি ওয়ারিয়র্জের অধিনায়ক অ্যালিসা হিলি ফর্মের খোঁজে। এই দুই তারকা রানে না ফিরলে জয়ে ফেরা কঠিন। মহিলা প্রিমিয়ার লিগে আজ আরসিবি জয়ের সন্ধানে নামবে। আর ইউপি নামবে এ দিন জিতে পয়েন্ট টেবলে উপরের সারিতে উঠতে।
৫০ পার আরসিবি-র
পাওয়ার প্লে-তে ৫০ পার করে ফেলল আরসিবি। সৌজন্যে সোফি ডিভাইন এবং এলিস পেরি। ১৮ বলে ৩১ করে ফেলেছেন সোফি। এলিস পেরির সংগ্রহ ১৮ বলে ৩১ রান। আরসিবি-র স্কোর ১ উইকেটে ৫৪ রান।
দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট স্মৃতি
দায়িত্বজ্ঞানহীন ভাবে আউট হলেন স্মৃতি মন্ধানা। ৪.১ ওভারে ৬ বলে ৪ করে আউট হন স্মৃতি। রাজেশ্বরীর বলে অঞ্জলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন স্মৃতি। ৪ ওভার শেষে ১ উইকেটে ৩০ রান আরসিবি-র। ১৫ বলে ২৫ করেছেন সোফি। স্মৃতির পরিবর্তে নেমে এলিস পেরি ৩ বল খেলে ১ রান করেছেন।