গ্রুপ ডি-র পর এবার গ্রুপ সি। ওই ক্যাটাগরিতে মোট ৮৪২ জনের চাকরি বাতিলের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আগামী কাল বিকাল ৩টের মধ্যে পর্ষদকে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছেন বিচারপতি। তিনি গ্রুপ সি পদে কর্মরত ৭৮৫ জনের চাকরির সুপারিশপত্র বাতিলের নির্দেশ দিয়েছেন। এছাড়া সুপারিশপত্র ছাড়া নিয়োগ পাওয়া ৫৭ জনের চাকরি বাতিলের জন্য পর্ষদকে নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
এর আগে সুপারিশপত্র ছাড়া চাকরি দেওয়া হয়েছে এমন ৫৭ জন গ্রুপ-সি কর্মীর তালিকা দু’ঘণ্টার মধ্যের পেশ করতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এসএসসি কর্তৃপক্ষ সেই তালিকা পেশ করার পর ওই ৫৭ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে সুপারিশপত্র পাওয়া ৭৮৫ জনের চাকরি বাতিলের নির্দেশ দেন তিনি।
বিচারপতি নির্দেশ দিয়েছেন, যাঁদের নাম এই বাতিলের তালিকায় রয়েছে, তাঁরা শুক্রবার থেকে স্কুলে ঢুকতে পারবেন না। আগামী কাল অর্থাৎ শনিবার দুপুর তিনটের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে এসএসসিকে চাকরি বাতিলে কথা জানাতে হবে। ওই ব্যক্তিরা স্কুলের কোনও কাজে যুক্ত থাকতে পারবেন না বলে বিচারপতি নির্দেশ দিয়েছেন। তবে তাঁদের বেতন ফিরত দিতে হবে কি না সে ব্যাপারে কিছু জানাননি।