দেশের অন্যতম জনপ্রিয় এবং একই সঙ্গে প্রাচীন ও বিখ্যাত অ্যাওয়ার্ডস হল ‘ফিল্মফেয়ার’। মুম্বইয়ের পাশাপাশি এখন ফিল্মফেয়ার অনুষ্ঠিত হয় বাংলাতেও। ২০২২এ ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা’ বেশ চর্চার বিষয় হয়ে উঠেছিল। একইভাবে ১০ মার্চ, শুক্রবার এবছরও কলকাতাতে অনুষ্ঠিত হতে চলেছে এই অনুষ্ঠান।
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২-কে ঘিরে ইতিমধ্যেই উত্তেজনা তুঙ্গে। ব্ল্যাক লেডি-কে হাতে তুলে নিতে উৎসাহী এই বাংলার তারকারাও। নাচে গানে জমজমাট হতে চলেছে এই অনুষ্ঠান। এবার এই অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য, অঙ্কুশ হাজরা, এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তারকা ত্রয়ী। জানা যাচ্ছে, শুক্রবার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা-র অনুষ্ঠানে পারফর্ম করবেন নুসরত জাহান, মনামী ঘোষ, সঞ্জনা বন্দ্যোপাধ্য়ায় এবং দর্শনা বনিক সহ বাংলা ছবির দুনিয়ায় আরও বেশকিছু বড় তারকা। অনুষ্ঠানে সঞ্চলনার পাশাপাশি অঙ্কুশেরও পারফর্ম করার কথা রয়েছে। সঙ্গে থাকবে বিশ্বনাথ বসু এবং অম্বরীশ ভট্টাচার্যের কমেডি। থাকছে জিৎ গঙ্গোপাধ্যায়ের গান সহ আরও বেশকিছপ চমক।
সম্প্রতি একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্স মাধ্যমে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা ২০২২-র কথা ঘোষণা করা হয়। সেই ঘোষণার সময় অঙ্কুশ বলেন, ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের অংশ হওয়া আমার জন্য সম্মানের। আমার স্মৃতিতে হৃত্বিক রোশনের মতো সুপারস্টারদের এই মঞ্চে ম্যাজিক পারফরম্যান্স দেখেছি এবং আর এখন আমিও এই অনুষ্ঠানের অংশ, এটা আমার কাছে স্বপ্ন পূরণ হওয়ার মতোই। আমি রোমাঞ্চিত এবং অনুষ্ঠানটি হোস্ট করার জন্য। আমি অনুষ্ঠানের সঞ্চলনা করার জন্য এবং দর্শকদের সুন্দর একটি অনুষ্ঠানের অভিজ্ঞতা দেওয়ার জন্য আমি উৎসাহী। ব্ল্যাক লেডির উত্তরাধিকার বাংলাতেও টিকে থাকবে এবং আমি আশা করি আমরাও এই অনুষ্ঠানের গৌরব ধরে রাখব।’
ইতিমধ্যেই ফিল্মফেয়ারের তরফে এই অ্যাওয়ার্ডে মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। চলুন দেখে নি সেই তালিকা…
সেরা ছবি
অভিযান
অপরাজিত
বল্লভপুরের রূপকথা
বৌদি ক্যান্টিন
দোস্তজী
কর্ণসুবর্ণের গুপ্তধন
প্রজাপতি
সেরা পরিচালক
অনিক দত্ত (অপরাজিত)
অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)
অভিজিৎ সেন (প্রজাপতি)
ধ্রুব বন্দ্যোপাধ্যায় (কর্ণসুবর্ণের গুপ্তধন)
পরমব্রত চট্টোপাধ্যায় (অভিযান)
পরমব্রত চট্টোপাধ্যায় (বৌদি ক্যান্টিন)
প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)
সেরা অভিনেতা
আবির চট্টোপাধ্যায় (কর্ণসুবর্ণের গুপ্তধন)
দেব (কাছের মানুষ)
ইন্দ্রনীল সেনগুপ্ত (হত্যাপুরী)
যীশু সেনগুপ্ত (অভিযান)
মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (আয় খুকু আয়)
সৌমিত্র চট্টোপাধ্যায় (অভিযান)
সেরা অভিনেত্রী
দিতিপ্রিয়া রায় (আয় খুকু আয়)
গার্গী রায়চৌধুরী (মহানন্দা)
ইশা সাহা (সহোবাসে)
রুক্মিণী মৈত্র (কিশমিশ)
শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন)
স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী)
সেরা সহ-অভিনেতা
অর্জুন চক্রবর্তী (এক্স প্রেমের সমান)
কৌশিক গঙ্গোপাধ্যায় (বিসমিল্লাহ)
খরাজ মুখোপাধ্যায় (কিশমিশ)
পরমব্রত চট্টোপাধ্যায় (অভিযান)
শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)
শ্রমণ চট্টোপাধ্যায় (একটি পবিত্র ষড়যন্ত্র)
সেরা সহ-অভিনেত্রী
অমৃতা চট্টোপাধ্যায় (একটি পবিত্র ষড়যন্ত্র)
অনসূয়া মজুমদার (বৌদি ক্যান্টিন)
বিদীপ্তা চক্রবর্তী (আবার কাঞ্চনজঙ্ঘা)
জয়তী চক্রবর্তী (দোস্তজী)
মমতা শঙ্কর (প্রজাপতি)
পার্নো মিত্র (ধর্মযুদ্ধো)
সেরা মিউজিক অ্যালবাম
অনুপম রায়, সুরজিৎ চট্টোপাধ্যায় এবং রথীজিৎ (প্রজাপতি)
ইন্দ্রদীপ দাস গুপ্ত (বিসমিল্লাহ)
জয় সরকার (বৌদি ক্যান্টিন)
নিলয়ন চট্টোপাধ্যায় (কিশমিশ)
সপ্তক সানাই দাস (এক্স প্রেমের সমান)
সৌম্য ঋত (সহবাসে)
সেরা গান
অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং রণজয় ভট্টাচার্য- আয় খুকু আয়া (আয় খুকু আয়া)
অনির্বাণ ভট্টাচার্য- নতুন প্রেমের গান (বল্লভপুরের রূপকথা)
বারিশ-ভালোবাশার মরশুম (এক্স প্রেমের সমান)
রিতম সেন-তোমাকে দেখিনি (বিসমিল্লাহ)
সৌম্য ঋত- শোন শোন (শ্রীমতী)
শ্রীজাতো- আজকে রাতে (বিসমিল্লাহ)
সেরা গায়ক
দেবরাজ ভট্টাচার্য- নতুন প্রেমের গান (বল্লভপুরের রূপকথা)
অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)
অরিজিৎ সিং-ভালোবাশার মরশুম (এক্স প্রেমের সমান)
অরিজিৎ সিং- অবশেষে (কিশমিশ)
দেব অরিজিৎ- তুৃজ সং বান্ধি দোর (ধর্মযুদ্ধো)
রণজয় ভট্টাচার্য- আয় খুকু আয়া (আয় খুকু আয়া)
সোনু নিগম- মুক্তি দাও (কাছের মানুষ)
সেরা গায়িকা
কৌশিকী চক্রবর্তী- কেনো রং দিলে মোহে (বিসমিল্লাহ)
নিকিতা গান্ধী- জানিনা ভাললাগা (কিশমিশ)
সাহানা বাজপায়ী- সাজো সাজো (বল্লভপুরের রূপকথা)
শ্রেয়া ঘোষাল-ভালোবাশার মরশুম (এক্স প্রেমের সমান)
শ্রেয়া ঘোষাল- কেন যে তোমাকে (বিসমিল্লাহ)
সোমলতা আচার্য্য চৌধুরী- শোন শোন (শ্রীমতী)
সেরা মৌলিক গল্প
অরিত্র সেন (বৌদি ক্যান্টিন)
অভিজিৎ সেন এবং অতনু রায়চৌধুরী (প্রজাপতি)
ধ্রুব বন্দ্যোপাধ্যায় (কর্ণসুবর্ণের গুপ্তধন)
কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)
সেরা চিত্রনাট্য
ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং সৌগত বসু (কর্ণসুবর্ণের গুপ্তধন)
কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
পরমব্রত চট্টোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত ড. শুভেন্দু সেন (অভিযান)
প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)
সায়ন্তন মুখোপাধ্যায় (ঝরা পালক)
সেরা সংলাপ
ধ্রুব বন্দ্যোপাধ্যায় এবং সৌগত বসু (কর্ণসুবর্ণের গুপ্তধন)
পরমব্রত চট্টোপাধ্যায়, পদ্মনাভ দাশগুপ্ত এবং ড. শুভেন্দু সেন (অভিযান)
প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)
সম্রাগ্নী বন্দ্যোপাধ্যায়(বৌদি ক্যান্টিন)
সৃজিত মুখোপাধ্যায় (এক্স প্রেমের সমান)
শুভদীপ দাস (প্রজাপতি)
সেরা সাউন্ড ডিজাইন
অনিশ বসু (ঝিল্লি)
আদিপ সিং মানকি এবং অনিন্দিত রায় (বল্লভপুরের রূপকথা)
প্রসূন চট্টোপাধ্যায় এবং রোহিত সেনগুপ্ত (দোস্তজী)
শুভদীপ মিত্র (বিসমিল্লাহ)
সুজয় দাস (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)
সেরা উৎপাদন নকশা
আনন্দ আধ্যা (অপরাজিত)
নাফিসা খাতুন (কর্ণসুবর্ণ গুপ্তধন)
রণজিৎ ঘড়াই (বিসমিল্লাহ)
রবিধর্বিতা খান (বৌদি ক্যান্টিন)
সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)
সেরা সম্পাদনা
অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)
ইশান ঘোষ (ঝিল্লি)
সংলাপ ভৌমিক (কর্ণসুবর্ণের গুপ্তধন)
সুজয় দত্ত রায় (বিসমিল্লাহ)
সুজয় দত্ত রায় এবং শান্তনু মুখোপাধ্যায় (দোস্তজী)
সুমিত চৌধুরী (বৌদি ক্যান্টিন)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর
বিক্রম ঘোষ (কর্ণসুবর্ণের গুপ্তধন)
বিক্রম ঘোষ (মহানন্দা)
দেবজ্যোতি মিশ্র (অপরাজিত)
ইন্দ্রদীপ দাসগুপ্ত (বিসমিল্লাহ)
মেঘ বন্দ্যোপাধ্যায় (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
সেরা সিনেমাটোগ্রাফি
ইশান ঘোষ (ঝিল্লি)
প্রসেনজিৎ কোলে (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)
সৌমিক হালদার (বল্লভপুরের রূপকথা)
সৌমিক হালদার (কর্ণসুবর্ণের গুপ্তধন)
শুভঙ্কর ভর (ISC) (বিসমিল্লাহ)
সুপ্রতীম ভোল (অপরাজিত)
তুহিন বিশ্বাস (দোস্তজী)
রবিধর্বিতা খান
সাবর্ণী দাস (অভিযান)