Filmfare Awards Bangla 2022: ফিল্মফেয়ারে যুগ্মভাবে সেরা ‘দোস্তজী’ ও ‘বল্লভপুরের রূপকথা’, দেখুন সেরার তালিকা

Advertisement

দেশের অন্যতম প্রাচীন, চর্চিত  অ্যাওয়ার্ডস হল ‘ফিল্মফেয়ার’। মুম্বইয়ের পাশাপাশি এখন ফিল্মফেয়ার অনুষ্ঠিত হয় বাংলাতেও। এবছর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা এবার পঞ্চম বর্ষে পা দিল।  ১০ মার্চ, শুক্রবার এবছরও কলকাতাতে অনুষ্ঠিত হল ব্ল্যাক লেডি-কে হাতে তুলে নিতে কমবেশি সকলেই উৎসাহী ছিলেন বাংলার তারকারা। নাচে গানে জমজমাট হয়ে উঠেছিল এই অনুষ্ঠান। কারা কারা পেলেন সেরার মুকুট? চলুন দেখে নি…

সেরা ছবি 

দোস্তজী

বল্লভপুরের রূপকথা

সমালোচকদের বিচারে সেরা ছবি

দ্যা হোলি কনস্পিরেসি, অভিনয়ে সৌমিত্র ও নাসিরুদ্দিন শাহ)

অভিযান (পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়)

সেরা পরিচালক

প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)

সেরা অভিনেতা

মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা

যিশু সেনগুপ্ত (অভিযান)

সেরা অভিনেত্রী

স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী)

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী

শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায়চৌধুরী (মহানন্দা)

সেরা সহ-অভিনেতা

শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)

সেরা সহ-অভিনেত্রী

মমতা শঙ্কর (প্রজাপতি)

সেরা নবাগত অভিনেতা

অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম)

সেরা নবাগত অভিনেত্রী

শ্রুতি দাস (এক্স = প্রেম)

সেরা নবাগত পরিচালক

ঈশান ঘোষ (ঝিল্লি) ও কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন) 

সেরা সাউন্ড ডিজাইন

তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)

সেরা সম্পাদক

অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)

সেরা প্রোডাকশন ডিজাইন

সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)

সেরা আবাহ সঙ্গীত

বিক্রম ঘোষ (মহানন্দা)

সেরা সিনেমাটোগ্রাফি

ইশান ঘোষ (ঝিল্লি) ও  তুহিন বিশ্বাস (দোস্তজী)

সেরা পোশাক ডিজাইন

সুচিস্মিতা দাসগুপ্ত (অপরাজিত)

সেরা মৌলিক গল্প

কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)

সেরা চিত্রনাট্য

প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)

সেরা সংলাপ

প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)

সেরা গায়ক

অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)

সেরা গায়িকা

কৌশিকী চক্রবর্তী- কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)

সেরা গীতিকার

অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)

সেরা মিউজিক অ্যালবাম

ইন্দ্রদীপ দাস গুপ্ত (বিসমিল্লাহ)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড

অপর্ণা সেন (অভিনেত্রী ও পরিচালক)

 

 

 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।