কলকাতা: কয়েক দিন আগের কথা। ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন মীনাক্ষী মুখোপাধ্য়ায়। গায়ক দুর্নিবার সাহার প্রাক্তন স্ত্রী। আর সেই পোস্ট ঘিরেই শুরু হয় যাবতীয় চর্চা-বিতর্ক। মীনাক্ষী লিখেছিলেন, ‘রণবীর কাপুরকে জীবন থেকে যেতে দিতে শিখতে হবে। রণবীর সিংকে আসার রাস্তা করে দিতে।’
এখানেই শেষ নয়। জল্পনা বাড়িয়ে দিয়ে মীনাক্ষী লেখেন, ‘এই স্টেটাস আপডেট নিয়ে আপনারা যা ভাবছেন, তা সত্য়ি।’ অর্থাৎ প্রাক্তন স্বামীকেই যে কটাক্ষ করে এই লেখা তিনি লিখেছেন, তা স্পষ্ট ভাবেই বুঝিয়ে দিয়েছেন মীনাক্ষী। ২০১৭ সালে দুর্নিবারের সঙ্গে খাতায়-কলমে বিয়ে সেরেছিলেন মীনাক্ষী এবং দুর্নিবার। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বিয়ের পর সংসার শুরু করেন তাঁরা। কিন্তু বছর না ঘুরতেই কাটে সম্পর্কের তাল। বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।
এর পরেই প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের জনসংযোগ আধিকারিক মোহর সেনের সঙ্গে সম্পর্কে জড়ান দুর্নিবার। অনেকেই বলেন, মোহরের জন্য়ই নাকি দুর্নিবারের প্রথম বিয়ে ভাঙে। এই অভিযোগ যদিও নস্য়াৎ করেছেন দুর্নিবার এবং মোহর দু’জনেই। বৃহস্পতিবার ধুমধাম করে সাতপাক ঘুরলেন তাঁরা। কলকাতার এক পাঁচতারা হোটেলে বসেছিল বিয়ের আসর।
আরও পড়ুন: মাটন-পনির-কচুড়ি-স্যালাড, এলাহি আয়োজন দুর্নিবার-মোহরের বিয়েতে, রইল খাবারের ছবি!
আরও পড়ুন: এদিকে নবদম্পতি, ওদিকে সুপারহিট জুটি! দুর্নিবার-মোহরের সঙ্গে ছবি ঋতু-বুম্বাদার
বিয়ের কয়েক দিন আগে প্রাক্তনকে কটাক্ষ করে পোস্ট দিয়েছিলেন মীনাক্ষী। কিন্তু দুর্নিবার-মোহরের বিয়ের দিন অন্তরালেই ছিলেন তিনি। নেটমাধ্য়মেও কোনও পোস্টও দেখা যায়নি তাঁর। তবে দুর্নিবারের সঙ্গে পুরনো ছবি এখনও ইনস্টাগ্রামে মুছে ফেলেননি তিনি।
গোধূলি লগ্নে ছিল বিয়ে। লাল বেনারসী আর সোনার গয়নায় সেজে উঠেছিলেন মোহর। বর আসার পর বরযাত্রীর যত্ন নেওয়া হল কনেপক্ষের তরফে। লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবি পরে বিয়ের আসরে পৌঁছেছিলেন দুর্নিবার। গলায় গোলাপের মালা। মুখ ভরা হাসি। প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায় দাঁড়িয়ে থেকে কন্য়াসম সহকারীর বিয়ে দেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।