৩ সন্তানের বাবা, তিন তিনটে ডিভোর্স! চতুর্থবার বিয়ের পিঁড়িতে অভিনেতা! তৃতীয়বার সাত পাকে কনে! মহেশ বাবুর ভাইয়ের বিয়ে সুপার ভাইরাল!Mahesh Babu brother Naresh marries with Parvitra lokesh for fourth time at 60 See PICS – News18 Bangla

Advertisement

দুই তারকা যুগলের এই কিসিং পোস্ট আগেই নিশ্চিত করেছিল তারা একসঙ্গে সম্পর্কে আছেন। কিন্তু সূত্রের খবর এই বিয়েতে দুজনেই খুশি হলেও তাদের সংসারে অশান্তি চলছে! সোশ্যাল মিডিয়ায় ঘোষণার পরে নরেশ বাবুর স্ত্রী সেই সময় বলেছিলেন, তিনি কোনও মূল্যেই এই সম্পর্ককে বিয়ে পর্যন্ত গড়াতে দেবেন না বাস্তবে। এমনকি সন্তানদেরও বাবার ছায়া হারাতে দেবেন না বলেও সেই সময় চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন নরেশের প্রাক্তন স্ত্রী। তবে নরেশ বাবুর নতুন ভিডিও থেকে স্পষ্ট যে তিনি ঢাকঢোল পিটিয়ে না হলেও, নিরালায় নিভৃতে, ঘনিষ্ঠ ঘেরাটোপে পবিত্রাকে চতুর্থবার বিয়েটি করেছেন।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।