Advertisement
সেই সময় সতীশ নীনাকে বলেছিলেন, “চিন্তা করো না, বাচ্চার গায়ের রঙ যদি কালো হয়, তুমি বোলো ও আমার সন্তান, তারপর আমারা বিয়ে করে নেব। কেউ কোনও সন্দেহ করতে পারবে না।” বলেছিলেন, “ম্যায় হুঁ না, তু চিন্তা কিয়ুন করতি হ্যায়?”সতীশ কৌশিকও তাঁর এক সাক্ষাৎকারে এই বিষয়ে কথা বলেছিলেন। বলেছিলেন, ১৯৭৫ সাল থেকে তিনি এবং নীনা পরস্পরের বন্ধু।
Advertisement