Tu Jhoothi Main Makkaar: রণবীর-শ্রদ্ধায় মুগ্ধ দর্শক, প্রথম দিন কত কোটি আয় ‘তু ঝুঠি ম্যায় মক্কার’-এর?

Advertisement

রঙের উৎসবের আবহে বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। পরিচালক লাভ রঞ্জনের এই ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রণবীর-শ্রদ্ধা। এই ফ্রেশ জোড়ির রসায়নে মুগ্ধ দর্শক, অন্তত ছবির প্রাথমিক রিপোর্ট সেই ইশারাই করছে। মুক্তির প্রথম দিন দেশের বক্স অফিসে সন্তোষজনক ব্যবসা করেছে এই রমকম।

প্রথম দিনে কেমন ব্যবসা করল এই ছবি? বক্স অফিস বিশেষজ্ঞ তরণ আদর্শ টুইটারে সেই খতিয়ান দিলেন। দেশের বক্স অফিসে প্রথম দিন ১৫.৭৩ কোটির ব্যবসা করেছে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। তরণ আদর্শ টুইট করেন, ‘তু ঝুঠি ম্যায় মক্কার প্রথমদিন খুব ভালো পারফরম্যান্স করেছে… হোলির উৎসব জারি রয়েছে বিভিন্ন রাজ্যে, তাই নিঃসন্দেহে টাকার অঙ্ক খানিক বেড়েছে। তবে হোলি একদিন আগেই সেলিব্রেট হয়েছে, তাই ব্যবসা কিছুটা হলেও মার খেল। বুধবার মোট ১৫.৭৩ কোটির ব্যবসা হয়েছে’।

চেনা ছকে বাঁধা এই ছবি, তবে মাঝেমধ্যে পরিচিত ‘রোম্যান্স’ পর্দায় ফিরে এলে মন্দ কী! এই ছবিতে দীর্ঘদিন পরে ফের একবার ‘লাভার বয়’ ইমেজে দেখা গেল রণবীরকে। ‘ঝুঠি’ প্রেমিকাকে পথে আনতে কী কী ‘মক্কারি’ করবেন রণবীর, তা নিয়েই এগিয়েছে ছবির গল্প।

দিল্লির ধনী ব্যবসায়ী পরিবারের ছেলে মিকি (রণবীর), বিদেশে বন্ধুর ব্যাচেলার পার্টিতে তিন্নির (শ্রদ্ধা) সঙ্গে আলাপ তাঁর। তিন্নি কর্পোরেট জগতে কর্মরত, ভীষণরকম স্বাধীনচেতা মেয়ে। চেনা পরিচিত বলিউডি ফর্মুলায় প্রেমে পড়বে তাঁরা। কিন্তু সেই প্রেম কি পূর্ণতা পাবে? তা জানতে যেতে হবে থিয়েটারে। 

এই ছবিতে রণবীর-শ্রদ্ধা ছাড়াও রয়েছেন ডিম্পল কাপাডিয়া, বনি কাপুর, হাসনিত কৌররা। লাভ রঞ্জনের ‘লাকি চার্ম’ কার্তিক আরিয়ানের এই ছবিতে দেখা মেলে ক্য়ামিও অ্যাপিয়ারেন্সে। অভিজ্ঞ রণবীরের পাশে চোখ টানলেন কার্তিক। লাভ রঞ্জনের আগের ছবির ট্রেন্ড ধরে রেখেছে ‘তু ঝুঠি ম্যায় মক্কার’। ‘পেয়ার কা পঞ্চনামা’ বা ‘সোনু কে টিটু কি সুইটি’র ছোঁয়া ভীষণরকমভাবে বর্তমান এই ছবিতে। 

২০২২ সালের শুরুটা ভালো হয়নি রণবীরের। ‘শামসেরা’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তবে ‘ব্রহ্মাস্ত্র’-এর সঙ্গে ধামেকেদার কামব্যাক করেন রাহার বাবা। ২০২৩-এর শুরুটা দুর্দান্ত করলেন রণবীর। 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।