প্রয়াত অভিনেতা সতীশ কৌশিক, হঠাৎ হার্ট অ্যাটাকে মৃত্যু! হোলির আবহে বেরঙিন বলিউড Satish Kaushik Passes Away Suffering Heart Attack at the age of 66 – News18 Bangla

Advertisement

মুম্বই: প্রয়াত সতীশ কৌশিক। ৬৬ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা-পরিচালক। মাত্র দেড় দিন আগেই হোলির রঙে মেতে উঠেছিলেন সতীশ। ৭ মার্চ জুহুতে জানকি কুটিরে বলিউডের অন্যান্য তারকাদের সঙ্গে পার্টি করেছিলেন অভিনেতা। তার ছবি নিজেই পোস্ট করেছিলেন সোশ্য়াল মিডিয়ায়। পার্টিতে ছিলেন জাভেদ আখতার, মহিমা চৌধরি, শাবানা আজমি, রিচা চড্ডা, আলি ফজলের মতো তারকারা।

Published by:Teesta Barman

First published:

Tags: Satish Kaushik

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।