উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ১১ মার্চ শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ১০ মার্চ, শুক্রবার সকালের মধ্যে পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এছাড়া বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ১১ মার্চ শনিবার সকালের মধ্যে উল্লিখিত তিন জেলা ছাড়াও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং বীরভূমের কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। এক্ষেত্রেও বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বুধবার এই তাপমাত্রা ছিল ২২.৪ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৮৬ শতাংশ।

ওড়িশা ও ছত্তিশগড়ের ওপরে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর জানিয়েছে ওড়িশা ও ছত্তিশগড়ের ওপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে পূর্ব উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওড়িশা, পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৭.৪)
বহরমপুর (১৬.৮)
বাঁকুড়া (২১.৪)
বর্ধমান ( ১৯)
কোচবিহার (১৬.৬)
দার্জিলিং (৯.২)
কালিম্পং (১২.৮)
দিঘা (২১.৭)
কলকাতা (২২.৪)
দমদম (২১.৮)
কৃষ্ণনগর (১৭)
মালদহ (২০.৬)
মেদিনীপুর (২২.১)
শিলিগুড়ি ( ১৮.৯)
শ্রীনিকেতন (১৭.৯)
সুন্দরবন ( ২৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩২.৪)
বহরমপুর (৩৩.৬)
বাঁকুড়া (৩৪)
বর্ধমান (৩৩.৮)
কোচবিহার (৩১.১)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (২৩)
দিঘা (৩৩)
কলকাতা (৩৩)
দমদম (৩৪)
কৃষ্ণনগর (৩৪.৬)
মালদহ (৩২)
মেদিনীপুর (৩৩.৪)
শিলিগুড়ি (৩২)
শ্রীনিকেতন (৩৩)
সুন্দরবন (৩১.৫)