অনুব্রত মণ্ডলের মত দেখতে নিয়ে নেটিজেনদের ট্রোিলং সুকুমার হালদারকে নিয়ে
West Bengal
oi-Bahni Sanyal Dutta

কেষ্টকে নিয়ে দিল্লিতে পাড়ি দিয়েছে ইডি। তার পরের দিনই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল একটি ছবি। তাতে দেখা গিয়েছিল অনুব্রত মণ্ডল মাছ বিক্রি করছেন বাজারে। এই নিয়ে তুমুল হুল্লোড় শুরু হয় সোশ্যাল মিডিয়ায়। কিন্তু আসলে সেই ছবিটি ছিল হুগলির একটি বাজারের এক মাছ ব্যবসায়ীর। আসলে সেই ব্যক্তির নাম সুকুমার হালদার। তিনি শেওড়াফুলির বাজারে মাছ বিক্রি করেন।

গত তিরিশ বছর ধরে শেওড়াফুলির বাজারে মাছ বিক্রি করছেন সুকুমার হালদার। এলাকায় বাজার করতে আসা ব্যক্তিরা ছাড়া এতদিন তাঁকে কেউ চিনতেন না। কিন্তু কেষ্টর দিল্লি যাত্রার পরের গোটা রাজ্যের কাছে তিনি জনপ্রিয় হয়ে হিয়েছে। কেষ্ট মণ্ডলের দৌলতে বললে ভুল হবে না। তাঁকে নাকি অনুব্রত মণ্ডলের মত দেখতে। তাই সোশ্যাল মিিডয়ায় অনুব্রত মণ্ডল মাছ বিক্রি করছেন বলে তাঁর ছবি ভাইরাল হয়ে যায়।
এই ঘটনার পরে শেওড়াফুলি বাজারে তাঁকে অনেকেই দেখতে চলে আসছেন। আবার অনেকেই তাঁকে নিয়ে ঠাট্টা তামাশা জুড়ে দিয়েছেন। তুমুল বিড়ম্বনায় পড়েছেন তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা। শেওড়াফুলি নিমাইতীর্থ ঘাট এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকেন। কেষ্ট মন্ডল এক সময় মাছ বিক্রি করতেন। আর সেই কেষ্ট র সাথে চেহারার মিল থাকায় এবং মাছ বিক্রির ছবি মিলে দুয়ে দুয়ে চার হতে সময় লাগেনি বেশিক্ষন। নেট দুনিয়ায় সেই ছবিই কেষ্ট র প্রাক্তন ছবি বলে ধরে নিয়েছেন অনেকেই। তবে ছবি ভাইরাল হতেই ঘরে বাইরে বিড়ম্বনায় পরেছেন সুকুমার বাবু। সাদা মাটা জীবনে শুরু হয়ে গিয়েছে নানান ট্রোল।
এই ঘটনায় প্রবল আপত্তি জানিয়েছে তাঁর পরিবার। একটি দূর্ঘটনায় সুকুমার হালদারের পা ভেঙে যায়। অস্ত্রোপচার করেও পা ঠিক হয়নি। বাড়ি বিক্রি করে চিকিৎসা চালিয়ে যাচ্ছেন বলে জানান তার স্ত্রী শুক্লা হালদার। যে এই ছবি তুলে ভাইরাল করেছে তার শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এদিকে কেষ্ট এখন দিল্লিতে ইডির হেফাজতে। সেখানে দফায় দফায় জেরা করা হচ্ছে তাঁকে।
কোটি কোটি টাকার সম্পত্তির হদিশ মিলছে কেষ্ট মণ্ডলের। ৯ কোটি টাকার সম্পত্তিকে ৬ কোটি টাকা দেখিয়ে ডিড তৈরি করা হয়েছে। এদিকে জেরার সময় নিজের বয়ান লিখতে পারবেন না বলে জানিয়েছেন কেষ্ট। তিনি লিখতে পারেন না কেবল সই করতে পারেন বলে জানিয়েছেন। এই নিয়ে তুমুল হয়রানির মধ্যে পড়তে হয়েছে তদন্তকারীদের। তাঁকে জেরা করতে আগেই বিশেষ টিম গঠন করেছে ইডি। গতকাল থেকে দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে। কেষ্ট মণ্ডলের মেয়ের দুটি কোম্পানিতেও বিপুল সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে। সেই টাকা কোথা থেকে এল তা নিয়ে জেরা করছেন ইডির আধিকারীকরা। আগামীকাল ফের তাঁকে আদালতে তোলা হবে।
- মধ্যরাতে বিচারকের বাড়িতে চলল শুনানি! ১০ তারিখ পর্যন্ত ইডি হেফাজতে অনুব্রত
- শুনানিতে নাটকীয় মোড়! রাতেই অনুব্রতকে নিয়ে বিচারকের বাড়িতে ইডি
- অনুব্রতকে ক্ষুদিরাম বানিয়েছে তৃণমূল, এবার রাজসাক্ষী হওয়ার বার্তা ভাইপো অনুপমের
- দিল্লিতে নেমেই হঠাৎ শ্বাসকষ্ট অনুব্রত মণ্ডলের, রাতেই তোলা হবে আদালতে
- শারীরিক ভাবে ‘ফিট’ অনুব্রত, ছাড়পত্র হাসপাতালের, ESI থেকে বের করতেই উঠল ‘গরুচোর’ স্লোগান
- ‘বিচার হবেই’, কেষ্টর দিল্লি সফরের আগে ইঙ্গিতপূর্ণ বার্তা ফিরহাদ হাকিমের
- শক্তিগড়ে অনুব্রত মণ্ডলের ব্রেকফাস্ট টেবিলে কারা, বিল মেটালেন কে? পুলিশের ‘চোখ’ এড়িয়ে কী নির্দেশ কেষ্টর
- দিল্লিতেও হবে কেষ্টর স্বাস্থ্য পরীক্ষা, রাতেই বিচারকের কাছে হাজিরা
- আসানসোল থেকে জোকা ESI-এর পথে অনুব্রত মণ্ডল! দোলেই দিল্লি যাত্রা ‘বিধ্বস্ত’ কেষ্টর
- তিহারে যেতেই হচ্ছে কেষ্টকে, পুলিশকেই নিরাপত্তা দিয়ে ইডির হাতে তুলে দিতে হবে, নির্দেশ আদালতের
- অনুব্রতকে কে নিয়ে যাবে দিল্লি, দিনভর টানাপোড়েনের পর সোমবার ফয়সালা আদালতে
- কেষ্টর ফর্মুলাতেই ভোট! অনুব্রতর কোনও ক্ষতি হলেও ফল ভুগতে হবে BJPকে, হুঁশিয়ারি তৃণমূলের প্রাক্তন বিধায়কের
English summary
Anubrata Mondal look like man selling fish at Hoogly market virus in Social media