উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর উপরে চাপ বাড়াল শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরা
Birbhum Jhargram
oi-Bahni Sanyal Dutta

এবার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে রুখে দাঁড়াল শান্তিনিকেতন ট্রাস্ট। আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছে ট্রাস্ট। চিঠিতে তাঁরা অভিযোগ করেছেন শান্তিনিকেতনের আশ্রমিকদের অপমান করছেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই উপাচার্য আশ্রমিকদের আক্রমণ করে একাধিক মন্তব্য করেছেন। তাঁেক নিয়ে ছাত্র, অধ্যাপক সব মহলেই অসন্তোষ বজায় রয়েছে।

বিশ্বভারতীর উপাচার্যকে নিয়ে তুমুল বিক্ষোভ। যবে থেকে দায়িত্ব নিয়েছেন তিনি। তবে থেকেই অশান্তি চরমে উঠেছে। ছাত্ররা দফায় দফায় উপাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছেন। এমন কী অধ্যাপকরাও তাঁর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। বসন্তোৎসবের নাম বদলে দিয়ে বসন্ত বন্দনা করে দিয়েছেন তিনি। কো নও বাইরের লোকের প্রবেশ করতে দেননি তিনি। এক কথায় দোলের আগেই ছাত্রছাত্রীদের নিয়ে বসন্ত বন্দনা করে ফেলেছেন তিনি।
তাই নিয়ে তিনি বলেছিলেন বসন্তোৎসবের নামে বাইরের লোকেরা এসে শান্তিনিকেতনে তাণ্ডব চালাত। সেটা বন্ধ করে দিয়েছেন তিনি। আর সেটা করতে দেওয়া হবে না বলেই বার্তা দিয়েছিলেন উপাচার্য। তারপরেই প্রবীণ আশ্রমিকদেরও কটাক্ষ করেন তিনি। তাতে প্রবল রুষ্ট হন আশ্রমিকরা। তারপরেই আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লেখেন শান্তিনিকেতন ট্রাস্ট।
সম্প্রতি নোবেলজয়ী অমর্ত্য সেনের সঙ্গে বিতর্কে জড়িয়েছেন বিশ্বভারতীর উপাচার্য। তিনি অভিযোগ করেছেন নোবেল জয়ী বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন। এই নিয়ে অমর্ত্য সেনকে চিঠিও ধরিয়েছেন তিনি। মামলা কোর্ট পর্যন্ত গড়িয়েছে। তাই নিয়ে রাজনৈতিক উত্তাপও তৈরি হয়ে গিয়েছে। অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জনজাতিদের সাংবিধানিক সমাধানে রাজি অমিত শাহ, বৈঠকের পর দাবি প্রদ্যোৎকিশোরের
- Poush Mela: মেলা মাঠে পৌষ মেলার অনুমতি দিল না হাইকোর্ট, উপাচার্যের গাড়ির সামনে বিক্ষোভ পড়ুয়াদের
- পৌষমেলা কী হবে এবার? জল্পনা বাড়িয়ে মুখ্যসচিবকে চিঠি বিশ্বভারতীর উপাচার্যের
- হোস্টেল খোলা নিয়ে তুমুল অশান্তি বিশ্বভারতীতে, পদত্যাগ করলেন রেজিস্ট্রার
- হাইকোর্টে ধাক্কা উপার্যের, অবিলম্বে বিশ্বভারতীর হোস্টেল খোলার নির্দেশ বিচারপতির
- ছাত্রছাত্রীদের বিক্ষোভ-ঘেরাও, হামাগুড়ি দিয়ে বাইরে এলেন বিশ্বভারতীর রেজিস্টার
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে গেস্ট টিচার নিয়োগ
- ১০০-য় ৩০০, নম্বর দেখে চক্ষু চড়কগাছ, ফের বিতর্কে বিশ্বভারতী
- বিশ্বভারতীর তিন ছাত্রের বহিষ্কারের উপর স্থগিতাদেশ হাইকোর্টের, আবির খেলায় মাতলেন আন্দোলনকারীরা
- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে বড় সিদ্ধান্ত কলকাতা হাইকোর্টের, আজকের মধ্যেই কার্যকর করার নির্দেশ
- বিশ্বভারতীতে বিদ্রোহ তুঙ্গে, অসুস্থ উপাচার্যের চিকিৎসার জন্য ডাক্তারকে ঢুকতেই দিলেন না বিক্ষোভকারীরা
- বিশ্বভারতী বন্ধের নজিরবিহীন আশঙ্কার মধ্যেই আন্দোলন তীব্র করার হুমকি পড়ুয়াদের
- বিশ্বভারতীর সমাবর্তনে নতুন শিক্ষানীতির সপক্ষে সওয়াল আচার্য মোদীর, পুরস্কার বাতিলে ক্ষুব্ধ পড়ুয়ারা
English summary
Shantiniketan Trust write letter to PM Modi
Story first published: Wednesday, March 8, 2023, 18:12 [IST]