বলিউডে ১৫ বছরের বেশি সময় কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী সোনম কাপুর। শ্রোতারা তার অভিনয় পারফরম্যান্সকে যেভাবেই বুঝুক না কেন, সাক্ষাত্কারে নিজের মনের কথা প্রকাশ করতে কখনই পিছপা হন না অভিনেত্রী। এক সাক্ষাৎকারে সোনম জানিয়েছেন, ২০১০ সালে ‘আয়েশা’ ছবিতে তাঁর অভিনয়ে অভিজ্ঞতার কথা। সেই সময় অনেকেই নাকি অভিনেত্রীকে ‘বিগড়ে যাওয়া বাচ্চা’ বলে অভিহিত করেছিলেন।
‘আয়েশা’ ছবির সহ প্রযোজনায় ছিলেন সোনমের বোন রিয়া কাপুর। ছবিতে অভিনেত্রী অল্পবয়সী, উচ্চবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। যার জীবনধারা ছিল বেশ অভিজাত্যে ভরা। চরিত্রটি তাঁর বন্ধুদের মধ্যে ম্যাচমেকারের ভূমিকা পালন করেছে। আরও পড়ুন: অমিতাভ বচ্চনের ছোট ভাই কোথায়? কী করেন অজিতাভ, দুই ভাইয়ের ঝগড়ার কারণ চমকে দেবে
২০১৮ সালে এক সাক্ষাৎকারে সোনম প্রশ্ন রাখা হয়েছিল, ভালো অভিনেতা হিসেবে তাঁকে কতটা বিবেচনা করা যায়। অভিনেত্রী জানিয়েছিলেন, ‘দিল্লি-৬ পর্যন্ত ছিলএকটা সময়। তারপরে আমি আয়েশা নামে এই ছবিতে কাজ করেছিলাম। চরিত্রটা এমন ভাবে তুলে ধরেছিলাম, লোকেরা আসলেই ভাবতে শুরু করেছিল, আমি একজন এনটাইটেল স্পয়েলড ব্র্যাট। ২৩ বছর বয়সে বুঝে উঠতে পারিনি ওটা এক প্রকার প্রশংসা ছিল বটে’। আরও পড়ুন: একসঙ্গে ৪০টা ছবির অফার পেয়েছিলেন, তারপরও বলিউডে ‘সুপারস্টার’ হওয়া হল না তাঁর! চেনেন এই অভিনেতাকে
অভিনয় থেকে দূরে রয়েছেন সোনম। আপাতত মাতৃত্বের প্রতিটা মুহূর্তকে চেটেপুটে উপভোগ করছেন অভিনেত্রী। গত বছর অগস্টে স্বামী আনন্দ আহুজা ও সোনমের কোল আলো করে আসে তাঁদের পুত্র সন্তান বায়ু। দেখতে দেখতে ৬ মাস হতে চলল সোনম-পুত্রের। ছেলের সঙ্গেই দিনের বেশিরভাগ সময় কাটে অভিনেত্রীর। একাধিকবার ছেলে বায়ুর ছবি ও ভিডিয়ো নেটমাধ্যমের পাতায় শেয়ার করলেও, ছেলের মুখের ছবি এখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।
বায়ুর ছবি কবে সকলের সামনে আনবেন? সম্প্রতি সোনমকে এক সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হলে অভিনেত্রী জানিয়েছেন, ‘ও বড় না হওয়া পর্যন্ত আমি চাইছি না ছবি পোস্ট করতে (ছবি শেয়ার করার কথা)। আমি চাই ও নিজেই সিদ্ধান্ত নিক।’
পাশাপাশি কাজে ফেরার প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, ছেলের সঙ্গে দুর্দান্ত সময় কাটাচ্ছেন তিনি। শীঘ্রই কাজেও ফিরতে চান। অন্তঃসত্ত্বা হওয়ার আগে একটি ছবিতে অভিনয় করেছিলেন, সেই ছবি মুক্তি পাচ্ছে। সোনমের কথায়, সেটে ফেরার জন্য আমি অপেক্ষায় রয়েছি। সুজয় (সুজয় ঘোষ) আমার আগামী সিনেমার সৃজনশীল প্রযোজক। এটি একটি থ্রিলার ঘরনার ছবি।’