IAF: ভারতীয় বায়ুসেনার কমব্যাট ইউনিটের দায়িত্বে প্রথম লেডি অফিসার, নারীশক্তির জয়

Advertisement

ভারতীয় বায়ুসেনার কমব্যাট ইউনিটের কমান্ডের দায়িত্বে এই প্রথম কোনও মহিলা আধিকারিক। বায়ু সেনার ইতিহাসে এই প্রথম একেবারে ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের কমান্ডের দায়িত্ব দেওয়া হল কোনও মহিলা আধিকারিককে। নিঃসন্দেহে ভারতীয় বায়ুসেনার ইতিহাসে উজ্জ্বলতম অধ্য়ায় রচিত হল। 

ভারতীয় বায়ুসেনা এবার গ্রুপ ক্য়াপ্টেন শালিজা ধামিকে ওয়েস্টার্ন সেক্টরের একেবারে ফ্রন্টলাইন কমব্যাট ইউনিটের কমান্ডের দায়িত্ব দিল। দেশের প্রতিরক্ষাক্ষেত্রে মহিলা আধিকারিকরা যেভাবে একের পর এক দায়িত্বশীল পদ পাচ্ছেন সেই জার্নিতে নয়া মাইলফলক তৈরি করলেন গ্রুপ ক্য়াপ্টেন শালিজা ধামি।

২০০৩ সালে তিনি হেলিকপ্টার পাইলট হিসাবে বাহিনীতে এসেছিলেন। তাঁর প্রায় ২৮০০ ঘণ্টা হেলিকপ্টার চালানোর অভিজ্ঞতা রয়েছে। অত্যন্ত পারদর্শী ফ্লাইং ইনস্ট্রাক্টর তিনি। ওয়েস্টার্ন সেক্টরে একের পর এক দক্ষতার স্বাক্ষর রেখেছেন।ওয়েস্টার্ন সেক্টরে হেলিকপ্টার ইউনিটের ফ্লাইট কমান্ডারের দায়িত্বে ছিলেন তিনি। 

ওই মহিলা আধিকারিক বর্তমানে ফ্রন্টলাইন কমান্ড হেডকোয়ার্টারের অপারেশন ব্রাঞ্চে পোস্টিং রয়েছেন। এবার তিনিই পেলেন কমব্যাট ইউনিটের কমান্ডিং এর দায়িত্ব। নজির তৈরি করল ভারতীয় বায়ুসেনা। নিঃসন্দেহে নারী শক্তির জয়গান রচিত হল এবার। 

একটা সময় প্রতিরক্ষাক্ষেত্রে একেবারে সামনের সারিতে থাকতেন পুরুষরাই। ধীরে ধীরে মহিলারা প্রতিরক্ষাক্ষেত্রে সামনে আসতে শুরু করেন। এবার বায়ুসেনাতে একেবারে কমব্যাট ইউনিটের একেবারে কমান্ডিং অফিসারের দায়িত্বে এলেন কোনও লেডি অফিসার। তবে বর্তমানে তাৎপর্যপূর্ণভাবে দেশের সমস্ত ফোর্সে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বে আসছেন লেডি অফিসাররা। একেবারে পুরুষের সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে লড়াই।

তিনি এয়ারফোর্সের প্রথম কোয়ালিফায়েড ফ্লাইং ইনস্ট্রাক্টর। এয়ার মার্শাল অনিল চোপরা (অবসরপ্রাপ্ত) ডিরেক্টর জেনারেল সেন্টার ফর এয়ার পাওয়ার স্টাডিজ জানিয়েছেন, কমব্যাট ও কমান্ডিংয়ের দায়িত্বে মহিলা আধিকারিকদের রাখার ক্ষেত্রে এই ঘটনা নজির তৈরি করল। সশস্ত্র বাহিনীতে কমান্ডিংয়ের দায়িত্বে থাকছেন লেডি অফিসার।

ভারতের প্রতিরক্ষাক্ষেত্রে কোনও অংশেই যে পিছিয়ে নেই নারীরা সেটাই যেন প্রমাণিত হল আবার। তাঁরা  যুদ্ধ বিমান চালাচ্ছেন, তাঁরা যুদ্ধ জাহাজে থাকছেন, পার্মানেন্ট কমিশনের যোগ্যতাও তাঁরা অর্জন করেছেন। কোনও ক্ষেত্রেই তাঁরা পিছিয়ে নেই। নারী শক্তির জাগরণ গোটা দেশজুড়ে। কার্যত একের পর এক বাধা টপকে তাঁরা একেবারে শীর্ষ স্থানে। এমনকী এয়ার ফোর্স ও নেভি তাদের স্পেশাল ফোর্সেও নারীদের নিয়োগ করেছে। Garud Commando , Marine Commando বাহিনীতেও আজ নারীরা বিপুল বীরত্বের স্বাক্ষর রাখছেন। গত ফেব্রুয়ারি মাসে আর্মিতে কমান্ডিং অফিসার হিসাবে নারীরা প্রথমবার সুযোগ পেয়েছেন। এবার বায়ুসেনার কমব্যাট ইউনিটেও কমান্ডিংয়ের দায়িত্বে দক্ষ লেডি অফিসার। 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।