Anurag Thakur attacks Rahul Gandhi: রাহুল কন্ট্র্যাক্ট নিয়েছেন দেশকে বদনাম করার, কং নেতার বিরুদ্ধে তোপ অনুরাগের

Advertisement

 কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে এবার ‘বিবাদের আধিঁ’ বলে মন্তব্য করলেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কয়েকদিন আগে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে রাহুল গান্ধী ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে দেশের গণতান্ত্রিক পরিস্থিতির কড়া সমালোচনা করেন। এরপর নতুন কর তিনি বিতর্কের জন্ম দিয়েছেন তাঁর দেশের গণতন্ত্র নিয়ে আরও এক মন্তব্যে। তার পাল্টা জবাবে অনুরাগ ঠাকুর বলেন, রাহুল গান্ধী ‘কনট্র্যাক্ট নিয়েছেন ভারতকে অসম্মান করতে’।

সংবাদ সংস্থা এএএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে সদ্য অনিুরাগ ঠাকুর বলেন,’ তাঁর (রাহুল গান্ধী) ভাষা, ভাবনা, কাজের ধরন সন্দেহজনক । তিনি এটা বারবার করেন। তিনি ভারতের ভ্যাকসিনেশন নিয়ে প্রশ্ন তুলেছিলেন। যখন জওয়ানরা শহিদ হয়েছেন, তখন বলেছিলেন কিছু মানুষ গাড়ি বোমা বিস্ফোরণে মারা গিয়েছেন।’ কেমব্রিজ জাজ বিজনেস স্কুলে সদ্য সফর করেছেন রাহুল গান্ধী। সেখানে তিনি অভিযোগের সুরে দাবি করেন, ভারতের গণতন্ত্র হামলার মুখে পড়েছে। সেখানে তিনি জবরদস্তির বিপরীতে গিয়ে বিশ্বব্যাপী একটি গণতান্ত্রিক পরিবেশকে উন্নিত করার জন্য নতুন চিন্তাভাবনার আহ্বান জানান। ‘লার্নিং টু লিসেন ইন টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি’ শীর্ষক এই আলোচনায় তিনি অংশ নিয়ে নিজের বক্তব্য পেশ করছিলেন। তিনি ৫ টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে, দাবি করেছেন যে ভারতে গণতন্ত্র ক্ষুণ্ণ হচ্ছে। এদিকে, রাহুলকে পাল্টা জবাবে অনুরাগ ঠাকুর বলেন, ‘ বিদেশের বন্ধু হোক, বা এজেন্সি, বা বিদেশের মাটি হোক, রাহুল গান্ধী কোনও জায়গা ছাড়ছেন না, ভারতকে অপমান করতে। নিজের ব্যর্থতা ঢাকতে তিনি কন্ট্র্যাক্ট নিয়েছেন বিদেশের মাটিতে ভারতকে অপমান করতে আগে থেকে প্ল্যান করে।’ ( ‘টুকড়ে টুকড়ে গ্যাংয়ের এটা বোঝা উচিত…’, বিরোধীদের প্রতি আক্রমণ শানালেন রিজিজু)

এদিকে, বিজেপির সাংসদ বিবেক ঠাকুর বলছেন, আগামী সংসদীয় অধিবেশনে তিনি রাহুল গান্ধীর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার ভাবনায় রয়েছেন। বিবেক ঠাকুর বলছেন, ‘উস্কানি দেওয়া ও ভারতের ভুল ছবি তুলে ধরা.. খুব স্পষ্ট যে তিনি অ্যাজেন্ডা বহন করছেন অন্য কোনও দেশের। আমি গুরুতরভাবে ভাবছি আসন্ন সংসদের অধিবেশনে তাঁর বিরুদ্ধে প্রিভিলেজ মোশন আনার। কারণ এটা বারবার হচ্ছে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।