Advertisement
অন্যদিকে ‘বাংলা মিডিয়াম’-এ ইন্দিরার উদ্যোগে জমে উঠেছে দোলের প্রস্তুতি পর্ব। বিক্রম ইতিমধ্যেই ইন্দিরার কপালে সজ্ঞানে, ভগবানকে সাক্ষী রেখে, সবার সামনে আবার নতুন করে সিঁদুর পরিয়ে দেয়। ফলে তাদের সম্পর্ক আগে থেকে অনেকটা সহজ হয়। তবে এর পিছনে আছে বিক্রমের বড় অভিসন্ধি। তা অবশ্য এখন জানতে পারেনি ইন্দিরা। অন্যদিকে ইন্দিরার মনেও চলছে দোটানা। বিক্রম কে ক্ষমা করে দিয়ে সে ঠিক করছে, নাকি ভুল, সে নিয়ে দ্বন্দ্বে ভুগছে ইন্দিরা। কিন্তু সবকিছুর মাঝেই দোলের জন্য চলছে জমজমাট প্রস্তুতি।
Advertisement