কলকাতায় স্বাস্থ্য পরীক্ষা করালেই হবে না। ইডি হেফাজতে নেওয়ার পর দিল্লিতে গিয়ে ফের স্বাস্থ্য পরীক্ষা করাবে অনুব্রত মণ্ডলের। দিল্লিতে আরএমএল অথবা সফদর জং হাসপাতালে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তারপরে আবার রাতেই তাঁকে আদালতে পেশ করবে ইডি। দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁকে পেশ করা হবে বলে জানিয়েছে ইডি।
কলকাতায় স্বাস্থ্য পরীক্ষা
শেষ পর্যন্ত দিল্লি যেতেই হচ্ছে অনুব্রত মণ্ডলকে। গতকাল সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশের পর আসানসোল কমিশনারেটের নিরাপত্তায় আসানসোল সংশোধনাগার থেকে দিল্লিতে নিয়ে আসা হচ্ছে কেষ্টকে। কলকাতায় জোকা ইএসআই হাসপাতালে হবে তাঁর স্বাস্থ্য পরীক্ষা। মাঝে রাস্তায় লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্টও করেছেন অনুব্রত মণ্ডল। দোলের দিনেই রাজ্য ছেড়ে দিল্লিতে পাড়ি দিতে হচ্ছে তাঁকে। এই নিয়ে তুমুল রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।
বিস্তারিত আসছে…..