Holi in Educational Institutions: কড়া সতর্কতাকে বুড়ো আঙুল, একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সাউন্ড বক্স বাজিয়ে রং খেলা

Advertisement

আগামী বুধবার রঙের উৎসব হোলি। তার আগে ক্যাম্পাসে রং খেলা নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষাঙ্গনে রং খেলা নিয়ে অন্যান্য প্রতিষ্ঠানগুলিও কড়া নির্দেশ দিয়েছে। বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এই নিয়ে নোটিশও পড়েছে। একাধিক ছাত্র সংগঠনের তরফে কড়া বার্তাও দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে রং খেলার নামে যেন কোনওরকমের বিশৃঙ্খলা বা অশ্লীলতা না থাকে। তারপর দেখা যাচ্ছে বহু প্রতিষ্ঠানের ক্যাম্পাসে রং খেলা চলছে সাউন্ড বক্স বাজিয়ে। এই অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে কিনা তাই নিয়ে উঠছে প্রশ্ন।

বছর খানেক আগে বসন্ত উৎসবে অশ্লীলতার ছবি ধরা পড়েছিল রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বিটি রোড প্রাঙ্গণে। সেখানে কয়েকজন তরুণ তরুণী বুকে পিঠে রং মাখিয়ে অশ্লীল শব্দ এবং রবীন্দ্র সঙ্গীত বিকৃতভাবে ব্যবহার করেছিল। এর পরের বছর থেকেই ওই বিশ্ববিদ্যালয়ে বসন্ত উৎসবের আয়োজন বন্ধ করা হয়েছিল। তবে রবীন্দ্রভারতীতে সেই উৎসব বন্ধ থাকলেও রং খেলা বন্ধ থাকবে না বলে পড়ুয়াদের একাংশ জানিয়েছে। এক ছাত্রনেতা জানিয়েছেন, প্রতিষ্ঠানের নাম খারাপ হচ্ছিল সেই কারণে উৎসব বন্ধ রাখা হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে কেউ রং খেললে কারও কিছু বলার নেই। তৃণমূলের বর্তমান রাজ্য সভাপতি তৃণমূল তৃণাঙ্কুর ভট্টাচার্যের কথায়, রবীন্দ্রভারতীতে অনুষ্ঠান মূলত বাতিল হয়েছিল বহিরাগতদের জন্য। তাই পড়ুয়াদের নিয়ে এবার ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে রং খেলা হবে। সেখানে যাতে কোনও ধরনের অশ্লীলতা বা বিশৃঙ্খলা না থাকে তা পড়ুয়াদের জানানো হয়েছে। জোর করে কাউকে মাখানো যাবে না।

অন্যদিকে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের তরফে আলাদাভাবে এই উৎসবের আয়োজন করা হয় না বলেই জানিয়েছেন উপাচার্য দেবাশিস দাস। একইভাবে আশুতোষ কলেজ, জয়পুরিয়া কলেজ বা মণীন্দ্রচন্দ্র কলেজ কর্তৃপক্ষও এই উৎসবের আয়োজন করে না। তবে শ্যামাপ্রসাদ কলেজে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। এর জন্য বেশ কিছু সাউন্ড বক্স ভাড়া করা হয়েছে। আবার রবিবার ফুল বাগানের গুরুদাস কলেজে বসন্ত উৎসবে দেদার বাজানো হয়েছিল সাউন্ড বক্স। এ নিয়ে অভিযোগ তুলেছিলেন স্থানীয়রা। প্রসঙ্গত, রং উৎসবের আগে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, জোর করে কাউকে রং মাখানো যাবে না বা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা যাবে না।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।