Fire in Dhakuria: দক্ষিণাপনে শাড়ির দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন

Advertisement

ঢাকুরিয়ার একটি শপিং কমপ্লেক্সে আগুন লেগে ব্যাপক আতঙ্ক ছড়াল। ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আজ সোমবার ঘটনাটি ঘটেছে ঢাকুরিয়ার দক্ষিণাপনে একটি শাড়ির দোকানে। ওই শাড়ির দোকানে আগুন লাগে বেলা সাড়ে ১২টা নাগাদ। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ২টি ইঞ্জিন আসে। ঠিক কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় কাজ চালান। শাড়ির দোকানের ভেতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় আশেপাশের দোকানের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। তারা দ্রুত দোকানের সামগ্রী বাইরে বের করে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ বেলা সাড়ে ১২ টা নাগাদ ওই শপিং কমপ্লেক্সের শাড়ির দোকান থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। তখন স্থানীয়রাই প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু, দোকানের ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ততক্ষণে খবর দেওয়া হয় দমকলে। জানা গিয়েছে, অগ্নি নির্বাপক ব্যবস্থা দিয়ে প্রথমে স্থানীয়রা নিজেরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। এদিকে, আগুন লাগার ঘটনাটি কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়ায়। অন্যান্য দোকানের মালিকরাও আতঙ্কিত হয়ে পড়েন। আগুন ছড়িয়ে পড়ার ভয়ে তাঁরা দোকান থেকে সামগ্রী বাইরে বের করতে শুরু করেন। ততক্ষণে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দুটি ইঞ্জিন। তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে দমকল।

আগুনের ফলে ওই শাড়ির দোকানের বেশ কিছু সামগ্রী পুড়ে গিয়েছে। যদিও ক্ষয়ক্ষতির হিসেব এখনও জানা যায়নি। ব্যবসায়ীদের আশঙ্কা, অন্যান্য দোকানে আগুন ছড়িয়ে পড়লে সে ক্ষেত্রে আরও বড়সড় বিপদ ঘটতে পারত। প্রাথমিকভাবে দমকলের অনুমান, এসি থেকে কোনওভাবে শর্ট সার্কিট হয়ে এ দিনের আগুন লাগার ঘটনা ঘটেছে। যদিও আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। এক ব্যবসায়ী জানান, ‘দুপুর সাড়ে ১২ টা নাগাদ দোকানে আগুন লাগে। কীভাবে আগুন লেগেছে আমরা জানি না। তবে ঘটনার পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। দমকলের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে এসেছে।’ দমকল আসতে দেরি হলে সে ক্ষেত্রে আগুন মারাত্মক আকার ধারণ করতে পারত বলে তাঁর আশঙ্কা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।