Advertisement
আসলে একের পর এক হিট ছবি দেওয়ার কারণে যুগলকে চুক্তিবদ্ধ করার প্রতিযোগিতা চলছিল নির্মাতাদের মধ্যে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, সে সময় তিনি ৪০টি ছবি পেয়েছিলেন, সেটিও একাধিক পরিচালক ও প্রযোজকদের থেকে। যুগল সেই সব ছবিতে একটানা কাজ শুরু করেছিলেন, যার কারণে তিনি পর্দা থেকে দূরে চলে গেলেও, এরপরে আর পর্দায় ফেরেননি তিনি। তাঁর সাইন করা ৩৫টি ছবি তৈরি হলেও কিছু চলচ্চিত্র অর্ধেক পথেই বন্ধ হয়ে যায়। কিছুর শুটিং শেষ পর্যায়ে আটকে থাকে, কোনওটির আবার শুরুই করা যায়নি শ্যুটিং।
Advertisement