কলকাতা: আর মাত্র কয়েক দিন। ৯ মার্চ দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সঙ্গীতশিল্পী দুর্নিবার সাহা। পাত্রী, মোহর সেন ফেসুকে লিখেছেন, ‘কাউন্টডাউন শুরু’। এমনই সময়ে হঠাৎ মুখ খুললেন দুর্নিবারের প্রাক্তন স্ত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। প্রায় বছরখানেক ধরে তারকা জগতে যে বিয়ে ভাঙন নিয়ে উত্তাল টলিপাড়া, তা হল দুর্নিবার-মীনাক্ষী।
২০১৭ সালে আইনি মতে বিয়ে হয় দুর্নিবার-মীনাক্ষির। ২০২১ সালে আনুষ্ঠানিক ভাবে বিয়ে করে সংসার পাতেন গায়ক এবং নৃত্যশিল্পী। কিন্তু এক বছরের মধ্যেই ভেঙে যায় বিয়ে। লোকে বলেন, বিবাহবিচ্ছেদের কারণ তৃতীয় ব্যক্তি, মোহর সেন। কিন্তু মোহর বা দুর্নিবার সে অভিযোগকে নস্যাৎ করে দিয়েছেন।
আরও পড়ুন: তুমুল বিতর্ক, স্মোকিং রুমে প্রেম নিবেদন! দুর্নিবার-মোহরের প্রেম এক্কেবারে রূপকথা
এবার নতুন জুটি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। আগামী ৯ মার্চের জন্য দিন গুনছেন বর-কনে। তখনই বিস্ফোরক মীনাক্ষী। যদিও এর আগে কারও বিরুদ্ধে কোনও মন্তব্য করতে দেখা যায়নি স্কুল শিক্ষিকাকে, কিন্তু সদ্য নাম না করে কটাক্ষ করলেন প্রাক্তন স্বামী দুর্নিবারকে।
ফেসবুকে লিখলেন, ‘নিজের জীবনের ‘রণবীর কাপুর’কে চলে যেতে দেওয়া উচিত, যদি ‘রণবীর সিং’কে জীবেন আহ্বান জানাতে চান। বিশেষ দ্রষ্টব্য: আপনারা যা বুঝছেন, একেবারে সঠিক বুঝছেন।’ মীনাক্ষীর পোস্ট ঘিরে তোলপাড় ফেসবুকে। নেটিজেনরা তাঁকে কেবল বাহবাই দেননি, শেয়ারও করেছেন পোস্টটিকে।
আরও পড়ুন: বছর ঘুরতেই বিচ্ছেদের পথে দুর্নিবার-মীনাক্ষী? পরকীয়া, অপমান আরও কত গুঞ্জন…
মীনাক্ষীর কথায় বোঝা যাচ্ছে, তিনি দীপিকা পাড়ুকোনের জীবনের সঙ্গে নিজের জীবনের গল্পকে তুলনা করলেন। রণবীর কাপুর তাঁকে প্রতারণা করেছিলেন বলে দীপিকার অভিযোগ ছিল। তার পরে ভয়ানক মানসিক যন্ত্রণার মধ্যে দিন কাটে তাঁর। ফের জীবনে রণবীর সিংয়ের প্রবেশ। বন্ধুত্ব, প্রেম, দাম্পত্যের অন্য অর্থ খুঁজে সুখে রয়েছেন দীপিকা। খানিকটা সেভাবেই তাহলে রণবীর কাপুরের সঙ্গে দুর্নিবারের তুলনা করে কটাক্ষ করলেন মীনাক্ষী?
এদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত জনসংযোগ আধিকারিক ঐন্দ্রিলা সেন ওরফে মোহরের সঙ্গে দুর্নিবারের বিয়ের প্রস্তুতি তুঙ্গে। ২০২১ সালে কলকাতার একটি রেস্তরাঁয় তাঁদের আলাপ। আলাপ থেকে বন্ধুত্ব। বন্ধুত্ব থেকে প্রেম। একসঙ্গে খুব অল্প সময়ে কাটালেও একে অপরকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করছেন তাঁরা। মোহর-দুর্নিবারের সম্পর্ক নিয়ে যদিও বিতর্ক কম হয়নি। গায়কের অতীত নিয়ে প্রশ্ন উঠেছে বারবার।
তবু সব ধরনের চর্চা, নেতিবাচকতা কাটিয়ে আপাতত জীবনের নতুন অধ্যায়ের অপেক্ষায় তাঁরা। এ ভাবেই শুরু হয় তাঁদের স্বপ্নের পথ চলা। আপাতত দিন গুনছেন তাঁরা। তার পরেই অগ্নিসাক্ষী করে এক হবে চার হাত। টলিপাড়ায় নতুন জুটির প্রেমের কথা অনেক দিন পর্যন্ত গুঞ্জন হিসেবেই ছড়িয়েছিল। কিন্তু একদিন হঠাৎ মোহরের ফেসবুক পোস্টে পর্দা সরে যায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Durnibar Saha, Meenakshi Mukherjee, Mohor Sen