বিধানসভায় উড়ল গেরুয়া আবির, 3 states winning celebration at assembly

Advertisement

Advertisement

বিধানসভায় হোলির উৎসব

বিধানসভায় হোলির উৎসব। বিধানসভায় উড়ল গেরুয়া আবির। সোমবার বিধানসভায় তিন রাজ্যে বিজেপি জয়ের উৎসব উদযাপন করছিলেন তাঁরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গেরুয়া আবির নিয়ে উদযাপন করেন। তিনি বলেছেন উত্তর পূর্বের তিন রাজ্যে যে সাফল্য পেয়েছে বিজেপি তার জন্যই এই উদযাপন বলে জানিয়েছেন তিনি। সেই সঙ্গে বিজেপি বিধায়কদের মিষ্টিমুখও করান তিনি। দোলের আগে এদিন বিধানসভায় হোলির আমেজ দেখা দিয়েছে।

ডিএ আন্দোলনকে সমর্থন

ডিএ আন্দোলনকে সমর্থন

এদিন ডিএ আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে তাঁদের সমর্থন করে বিজেপি বিধায়করা। বিধানসভা থেকে হেঁটে তাঁরা ডিএ আন্দোলনকারীদের মঞ্চে যান। সেখানে তাঁদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারী বলেছেন রাজ্য সরকারকে সরকারি কর্মীদের দিতেই হবে ডিএ-র টাকা। এমনকী ডিএ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন তিনি। সেই সঙ্গে ১০ মার্চ ডিএ আন্দোলনকে সমর্থন জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

মমতার বিরুদ্ধে অভিযোগ

মমতার বিরুদ্ধে অভিযোগ

এদিন সারদা কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন শুভেন্দু অধিকারী। তিনি অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে নাকি শুভেন্দু অধিকারীর নাম উল্লেখ করেছেন। তিনি বলেছেন, সারদাকাণ্ডে সবচেয়ে বেশি সুবিধা ভোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত উল্লেখ্য শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন সারদা কাণ্ডে কোনও পদক্ষেপ করা হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। বাকি নেতাদের তিনি তীব্র আক্রমণ করেছেন।

রাজ্য সরকারকে নিশানা

রাজ্য সরকারকে নিশানা

মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে অভিযোগ করেছেন শুেভন্দু অধিকারী। রাজ্যে মমতা সরকারের পতন অবশ্যম্ভাবী বলেই দাবি করেছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য দিলীপ ঘোষ আবার বিরোধীদের একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন। তিনি বলেছেন সাগরদিঘির জয় পথ দেখিয়েছে। এবার সেই পথেই বিরোধীদের একজোট হয়ে হাঁটা উচিত বলে বার্তা দিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।