আবহাওয়ার সর্বশেষ খবর, পশ্চিমবঙ্গ ও কলকাতা, ০৬ মার্চ , ২০২৩, Weather report of Kolkata and West Bengal for 06 Maech, 2023 in Bengali

Advertisement

Advertisement

উত্তরবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ মার্চ বুধবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের পূর্বাভাসে। এছাড়া হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্জের জেলাগুলিতে আগামী ৫ দিন, দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে, জানিয়েছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ৮ মার্চ, বুধবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি আগামী দিন পাঁচেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও দিন ও রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না বলে জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে বৃহস্পতি-শুক্রবার নাগাদ পশ্চিমে কয়েকটি জেলা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে আগের দিন দুয়েকের মতো, ৩৪ ও ২২ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রবিবার যা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস।আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৭৮ শতাংশ।

হিমালয়ে বৃষ্টিপাত, বিস্তীর্ণ অংশে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

হিমালয়ে বৃষ্টিপাত, বিস্তীর্ণ অংশে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা

পশ্চিমী হিমালয় অঞ্চলে ৭ মার্চ নাগাদ নতুন একটি পশ্চিমী ঝঞ্ঝা আঘাত হানতে চলেছে। এর ফলে জম্মু-কাশ্মীর এবং লাদাখে ৭ মার্চের মধ্যএ এবং হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে ৮ ও ৯ মার্চ বৃষ্টিপাত কিংবা তুষারপাত হতে পারে। এছাড়া মধ্যভারত এবং সন্নিহিত পশ্চিম ভারতে আগামী তিন দিন বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে। পশ্চিমবঙ্গের সন্নিহিত রাজ্যগুলি অর্থাৎ ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারে আগামী পাঁচ দিনের মধ্যে এই ঘরনের আবহাওয়া পরিবর্তন হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (১৮.২)
বহরমপুর (১৭)
বাঁকুড়া (১৯.৯)
বর্ধমান (২১)
কোচবিহার (১৬.৮)
দার্জিলিং (৯.৫)
কালিম্পং (১১.৮)
দিঘা (১৯.৬)
কলকাতা (২১.৩)
দমদম (২২.৪)
কৃষ্ণনগর (১৭.২)
মালদহ (২১.৪)
মেদিনীপুর (২০.৬)
শিলিগুড়ি (১৯.৩)
শ্রীনিকেতন (১৭)
সুন্দরবন (২৩)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)

ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা

আসানসোল (৩৬.৪)
বহরমপুর (৩৪.২)
বাঁকুড়া (৩৬.৬)
বর্ধমান (৩৬)
কোচবিহার (৩২)
দার্জিলিং (১৭.৮)
কালিম্পং (২৩)
দিঘা (৩৬)
কলকাতা (৩৩.৯)
দমদম (৩৪)
কৃষ্ণনগর (৩৪.২)
মালদহ (৩৩.৬)
মেদিনীপুর (৩৬.৫)
শিলিগুড়ি (৩৩.২)
শ্রীনিকেতন (৩৫)
সুন্দরবন (৩৫)

Advertisement

Malek

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।